ওমিক্রন
ওমিক্রন (বড় হাতের অক্ষর Ο, ছোট হাতের অক্ষর ο, মাইক্রন অর্থ 'ছোট' যা ওমেগার বিপরীত) গ্রিক বর্ণমালার ১৫ তম অক্ষর। গ্রীক সংখ্যাগুলির সিস্টেমে এটির মান ৭০। অক্ষরটি ফিনিশিয়ান অক্ষর আইয়াইন
![]() | |||
গ্রিক বর্ণমালা | |||
---|---|---|---|
Αα | আলফা | Νν | নী |
Ββ | বিটা | Ξξ | জি |
Γγ | গামা | Οο | ওমিক্রন |
Δδ | ডেল্টা | Ππ | পী |
Εε | এপ্সিলন | Ρρ | রো |
Ζζ | জিটা | Σσς | সিগমা |
Ηη | ইটা | Ττ | টাফ |
Θθ | থিটা | Υυ | ইপ্সিলন |
Ιι | ইয়োটা | Φφ | ফী |
Κκ | কাপা | Χχ | হী |
Λλ | লামডা | Ψψ | সী |
Μμ | মী | Ωω | ওমেগা |
ওমিক্রন বড় হাতের অক্ষর মূলত প্রতীক হিসেবে গণিতে ব্যবহার করা হয় বড় O লিখনপদ্ধতিে। কিন্তু ওমিক্রনকে লাটিন থেকে লাটিন অক্ষর O আলাদা করা যায় কঠিন এবং একে সহজেই অঙ্ক ০ (সংখ্যা) সাথে গুলিয়ে ফেলার আশঙ্কা থাকে।
ওমিক্রন একটি নক্ষত্রের গ্রুপের পঞ্চদশ নক্ষত্রকে মনোনীত করতে ব্যবহৃত হয়, এটির বিশাল স্থান নির্ধারণ এবং অবস্থান উভয় ফাংশনেই। [1] [2] এমন তারার মধ্যে ওমিক্রন অ্যান্ড্রোমিডে, ওমিক্রন সেটি এবং ওমিক্রন পার্সেই অন্তর্ভুক্ত।
তথ্যসূত্র
- Martin, Martha Evans (১৯০৭)। The Friendly Stars (1st সংস্করণ)। Harper & Brothers Publishers। পৃষ্ঠা 135। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০১৬।
- Wilk, Stephen R. (২০০৭)। Medusa: Solving the Mystery of the Gorgon (1st সংস্করণ)। Oxford University Press। পৃষ্ঠা 201। আইএসবিএন 9780199887736। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০১৬।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.