ওবায়দুল হক

মাওলানা ওবায়দুল হক বাংলাদেশের সিলেট জেলার একজন রাজনীতিবিদ ও সংসদ সদস্য ছিলেন। তিনি মিনার প্রতীক নিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী হিসেবে ইসলামী ঐক্যজোট থেকে ১৯৯১ সালের নির্বাচনে সিলেট-৫ আসন থেকে সাংসদ নির্বাচিত হয়েছিলেন।[2][3]

মাওলানা
ওবায়দুল হক
উজিরপুরী
সিলেট-৫ আসনের সাবেক সংসদ সদস্য [1]
কাজের মেয়াদ
ফেব্রুয়ারি ১৯৯১  ফেব্রুয়ারি ১৯৯৬
পূর্বসূরীমাহমুদুর রহমান মজুমদার
উত্তরসূরীআবদুল কাহির চৌধুরী
ব্যক্তিগত বিবরণ
জন্ম১৯৩৪
উজিরপুর গ্রাম, খলাছড়ার, জকিগঞ্জের, সিলেট জেলা, ব্রিটিশ ভারত
(বর্তমান বাংলাদেশ)
মৃত্যু১৭ জানুয়ারী ২০০৮
সিলেট জেলা
নাগরিকত্বব্রিটিশ ভারত (১৯৪৭ সাল পর্যন্ত)
পাকিস্তান (১৯৭১ সালের পূর্বে)
বাংলাদেশ
রাজনৈতিক দলইসলামী ঐক্য জোট
বাংলাদেশ খেলাফত মজলিস
সন্তানশামছুল হক

জন্ম ও প্রাথমিক জীবন

ওবায়দুল হক ১৯৩৪ সালে ব্রিটিশ ভারতের আসামের সিলেট জেলার জকিগঞ্জের খলাছড়ার উজিরপুর গ্রামে জন্মগ্রহণ করেন। [4]

শিক্ষা জীবন

ওবায়দুল হক নিজ গ্রামের পাশেই একটি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হয়ে লেখাপড়া শেষ করে দুবাগ জুনিয়র হাইস্কুলে ভর্তি হয়ে অষ্টম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করে গোলাপগঞ্জের ঢাকা উত্তর রানাপিং মাদরাসায় ভর্তি হন। এর পর ঢাকার বড়কাটার আশরাফুল উলূম মাদরাসায় ভতি হয়ে উচ্চশিক্ষা সম্পন্ন করেন।[4]

রাজনৈতিক ও কর্মজীবন

ওবায়দুল হক সিলেটের কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের লালারচক মাদ্রাসায় শিক্ষক হিসেবে যোগ দিয়ে কর্মজীবন শুরু করেন।এর পর ১৯৬০ সালে রানাপিং মাদরাসায় শিক্ষক হিসেবে আমৃত্যু দায়িত্ব পালন করেন। [4]

ওবায়দুল হক তিনি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার রানাপিং মাদ্রাসার মুহাদ্দিস ছিলেন। তিনি মিনার প্রতীক নিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী হিসেবে ইসলামী ঐক্যজোট থেকে ১৯৯১ সালের নির্বাচনে সিলেট-৫ আসন থেকে সাংসদ নির্বাচিত হয়েছিলেন।[2]

মৃত্যু

১৭ জানুয়ারী ২০০৮ সালে ওবায়দুল হক মৃত্যুবরণ করেন।[4]

আরো দেখুন

  • বাংলাদেশের সাধারণ নির্বাচন, ১৯৯১

তথ্যসূত্র

  1. "List of 5th Parliament Members"parliament.gov.bd। Bangladesh Parliament। সংগ্রহের তারিখ ২৯ অক্টোবর ২০১৮
  2. "৫ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (PDF)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ১৭ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা।
  3. "জকিগঞ্জ উপজেলাঃ প্রখ্যাত ব্যক্তিত্ব"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ২৮ আগস্ট ২০১৯। ২২ সেপ্টেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ সেপ্টেম্বর ২০১৯
  4. "মাওলানা ওবায়দুল হক উজিরপুরী (এম.পি) রাহ."QOWMIPEDIA। ২০১৮-১১-০৭। সংগ্রহের তারিখ ২০১৯-১১-০১

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.