ওক পার্ক, ইলিনয়
ওক পার্ক হল ইলিনয় অঙ্গরাজ্যের শিকাগো শহরের পশ্চিম দিকের একটি গ্রাম। ২০১০ সালের মার্কিন যুক্তরাষ্ট্রের আদমশুমারি অনুসারে জনসংখ্যার দিক থেকে এটি ইলিনয়ের ২৯তম বৃহত্তম পৌরসভা।[3] ২০১০ সালের আদমশুমারি অনুসারে এই গ্রামের জনসংখ্যার প্রায় ৫১,৮৭৮ জন।[4]
ওক পার্ক ভিলেজ অব ওক পার্ক, ইলিনয় | |
---|---|
গ্রাম | |
![]() গোধূলি-লগ্নে লেক স্ট্রিট | |
![]() ইলিনয়ের কুক কাউন্টিতে ওক পার্কের অবস্থান | |
![]() মার্কিন যুক্তরাষ্ট্রে ইলিনয়ের অবস্থান | |
স্থানাঙ্ক: ৪১°৫৩′ উত্তর ৮৭°৪৮′ পশ্চিম | |
দেশ | মার্কিন যুক্তরাষ্ট্র |
রাজ্য | ইলিনয় |
কাউন্টি | কুক |
শহর | ওক পার্ক |
বসতি | ১৮৩০-এর দশক |
প্রতিষ্ঠা (গ্রাম) | ১৯০২ |
সরকার | |
• ধরন | ওক পার্ক ট্রাস্টি বোর্ড |
আয়তন[1] | |
• মোট | ৪.৭০ বর্গমাইল (১২.১৭ কিমি২) |
• স্থলভাগ | ৪.৭০ বর্গমাইল (১২.১৭ কিমি২) |
• জলভাগ | ০.০০ বর্গমাইল (০.০০ কিমি২) |
জনসংখ্যা (২০১০) | |
• মোট | ৫১,৮৭৮ |
• আনুমানিক (২০১৭)[2] | ৫২,২৬১ |
• জনঘনত্ব | ১১১১৯.৩৬/বর্গমাইল (৪২৯৪.২৪/কিমি২) |
বিশেষণ | ওক পার্কার |
সময় অঞ্চল | সিএসটি (ইউটিসি−6) |
• গ্রীষ্মকালীন (দিসস) | সিডিটি (ইউটিসি−5) |
জিপ কোড(গুলো) | ৬০৩০১ থেকে ৬০৩০৪ |
এলাকা কোড | ৭০৮ |
এফআইপিএস | ১৭-৫৪৮৮৫ |
উইকিমিডিয়া কমন্স | ওক পার্ক, ইলিনয় |
ওয়েবসাইট | www |

ওক পার্কে বসতি স্থাপন শুরু হয় ১৮৩০-এর দশক থেকে এবং উনবিংশ শতাব্দীর শেষভাগে ও বিংশ শতাব্দীর শুরুর দিকে তা দ্রুত বাড়তে থাকে। ১৯০২ সালে সিসেরো ভেঙ্গে এটি একীভূত হয়। শিকাগোর অন্য গ্রামগুলোর সাথে রেলগাড়ি ও অন্যান্য গাড়ি দিয়ে যোগাযোগ স্থাপনের মাধ্যমে উন্নয়ন ত্বরান্বিত হয়। স্থপতি ফ্র্যাংক লয়েড রাইট ও তার স্ত্রী ১৮৮৯ সালে এখানে বসবাস শুরু করেন। ১৯৪০ সালে এই গ্রামের জনসংখ্যা সর্বোচ্চ পর্যায়ে চলে যায়, তখন জনসংখ্যা ছিল ৬৬,০১৫ জন। ১৯৬০-এর দশকে ওক পার্ক বিভিন্ন জাতিসত্তার মিশ্রণের ফলে সমস্যা দেখা দিলে গ্রামটিকে পুনঃআলাদাকরণ না করে একীভূত করার কৌশল গ্রহণ করা হয়।
দর্শনীয় স্থান
- ফ্র্যাংক লয়েড রাইটের বাড়ি ও স্টুডিও এবং তার ইউনিটি টেম্পল
- আর্নেস্ট হেমিংওয়ের বাড়ি ও জাদুঘর
- এডগার রাইস বরাসের বাড়ি
- ওক পার্ক কনজারভেটরি
- ওক পার্ক-রিভার ফরেস্ট মিউজিয়াম
- চেনি ম্যানসন
- ঐতিহাসিক সেওয়ার্ড গুন্ডারসন জেলা
- ওক পার্ক অ্যান্ড রিভার ফরেস্ট হাই স্কুল
- ফেনউইক হাই স্কুল
উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ
- আর্নেস্ট হেমিংওয়ে - লেখক ও সাংবাদিক।
- জন জি. অ্যাভিল্ডসেন - চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।
- ফ্র্যাংক লয়েড রাইট - স্থপতি ও লেখক।
- বেটি হোয়াইট - অভিনেত্রী।
- লেস্টার হেমিংওয়ে - লেখক।
তথ্যসূত্র
- "2016 U.S. Gazetteer Files"। United States Census Bureau। সংগ্রহের তারিখ ১৯ জুন ২০১৯।
- "2010 Census Population Compared to 2000: Illinois Municipalities/CDPs, Ranked by 2010 Population" (PDF)। সেপ্টেম্বর ২৪, ২০১৫ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জুলাই ৬, ২০১৫।
- "Profile of General Population and Housing Characteristics: 2010 Demographic Profile Data (DP-1): Oak Park village, Illinois"। U.S. Census Bureau, American Factfinder। সংগ্রহের তারিখ মার্চ ১৮, ২০১৩।
বহিঃসংযোগ
![]() |
উইকিমিডিয়া কমন্সে ওক পার্ক, ইলিনয় সংক্রান্ত মিডিয়া রয়েছে। |
![]() |
উইকিভ্রমণে ওক পার্ক সম্পর্কিত ভ্রমণ নির্দেশিকা রয়েছে। |