এহতেশাম

আবু নূর মোহাম্মদ এহতেশামুর রহমান (১২ অক্টোবর ১৯২৭ – ১৭ ফেব্রুয়ারি ২০০২), যিনি এহতেশাম, নামে অধিক পরিচিত একজন পাকিস্তানি এবং বাংলাদেশি চলচ্চিত্র পরিচালক। চলচ্চিত্র পরিবেশক হিসেবে কর্মজীবন শুরুর পর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থা প্রতিষ্ঠিত হলে তিনি ১৯৫৯ সালে "এ দেশ তোমার আমার" চলচ্চিত্র নির্মাণ করেন। পরবর্তী কালে তিনি রাজধানীর বুকে (১৯৬০), চকোরী (১৯৬৭), চান্দা (১৯৬২), নতুন সুর (১৯৬২), সাগর (১৯৬৫)। তিনি ২০০২ সালে মৃত্যুবরণ করেন।[1]

এহতেশাম
জন্ম
আবু নূর মোহাম্মদ এহতেশামুর রহমান

(১৯২৭-১০-১২)১২ অক্টোবর ১৯২৭
মৃত্যু১৭ ফেব্রুয়ারি ২০০২(2002-02-17) (বয়স ৭৪)
জাতীয়তাবাংলাদেশ/পাকিস্তান
পেশাচলচ্চিত্র পরিচালক
কার্যকাল১৯৫৯-১৯৮৪
উল্লেখযোগ্য কর্ম
এ দেশ তোমার আমার (১৯৫৯)
চকোরী (১৯৬৭)
সন্তান
আত্মীয়মুস্তাফিজ (ভাই)
নাদীম বেগ (জামাতা)

জন্ম ও প্রারম্ভিক জীবন

এহতেশাম ১৯২৭ সালের ১২ই অক্টোবর ঢাকার বংশালে জন্মগ্রহণ করেন। বাবা মোহাম্মদ ইউসুফ ছিলেন ইসলামিয়া কলেজের অধ্যাপক এবং মা মোছাম্মত কানিজ ফাতেমা ছিলেন একজন গৃহিণী। তার পিতামহ ছিলেন হাকিম হাবিবুর রহমান। তার ছোট ভাই চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক মুস্তাফিজ।[2]

পেশাজীবন

এহতেশাম ১৯৫০ সালে প্রথমে চলচ্চিত্র পরিবেশক হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি অনেক জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীকে আবিষ্কার করেন। [1] ১৯৫৯ সালের ২৫শে তার প্রথম চলচ্চিত্র "এ দেশ তোমার আমার" মুক্তি পায়, যাতে তার দুই সহকারী পরিচালক ছিলেন জহির রায়হান এবং কামাল আহমেদ[3] এই ছবিতে প্রথম অভিনয় করেন সুভাষ দত্ত [4] এবং শবনম[5] তিনি উর্দুতে ব্যবসাসফল চলচ্চিত্র নির্মাণ করেন এবং স্বাধীনতার পরে বাংলায় চলচ্চিত্র নির্মাণ করেন। তিনি সফল অভিনেতা নাদীম বেগকে আবিষ্কার করেন এবং পরে তার মেয়ের সঙ্গে বিয়ে দেন। [1] এহতেশাম ১৯৬৭ সালে নাদীম এবং শাবানা অভিনীত চকোরী ছবি পরিচালনা করেন, যেটিতে নাদীম-এর অভিষেক হয় এবং শাবানার প্রথম উর্দু ছবি।[6][7]

তার প্রযোজিত জনপ্রিয় চলচ্চিত্র রাজধানীর বুকে (১৯৬০), চকোরী (১৯৬৭), চান্দা (১৯৬২), নতুন সুর (১৯৬২), সাগর (১৯৬৫), বাংলাদেশের ২য় রঙ্গিন চলচ্চিত্র, চাঁদ আর চাঁদনি (১৯৬৮), দাগ, পীচ ঢালা পথ (১৯৭০), শক্তি ইত্যাদি।[3]

তথ্যসূত্র

  1. "Film director Ehtesham dies at 75", DAWN, 19 February 2002.
  2. জোয়াদ, আবদুল্লাহ (২০১০)। বাংলাদেশের চলচ্চিত্র: পাঁচ দশকের ইতিহাস। ঢাকা: জ্যোতিপ্রকাশ। পৃষ্ঠা ৭১১। আইএসবিএন 9847019400459 |আইএসবিএন= এর মান পরীক্ষা করুন: invalid prefix (সাহায্য)
  3. Hasan, Khandakar Mahmudul। "Ehtesham"http://en.banglapedia.org/। বাংলাপিডিয়া। সংগ্রহের তারিখ ২৬ জুলাই ২০১৫ |ওয়েবসাইট= এ বহিঃসংযোগ দেয়া (সাহায্য)
  4. "Subhash Dutta Passes Away", The New Nation (Dhaka), 17 November 2012   via HighBeam Research (সদস্যতা প্রয়োজনীয়) ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৪ সেপ্টেম্বর ২০১৫ তারিখে.
  5. "Shabnam to Get Lifetime Achievement Award", The New Nation (Dhaka), 2 February 2015   via HighBeam Research (সদস্যতা প্রয়োজনীয়) ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৪ সেপ্টেম্বর ২০১৫ তারিখে.
  6. "Missing Ehtesham" ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৪ সেপ্টেম্বর ২০১৫ তারিখে, The Independent (Dhaka), February 19, 2002   via HighBeam Research (সদস্যতা প্রয়োজনীয়) .
  7. "Film,TV actor Nadeem turns 72", GeoTV, 19 July 2013.

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.