এশিয়ান অ্যাথলেটিকস অ্যাসোসিয়েশন
এশিয়ান অ্যাথলেটিকস অ্যাসোসিয়েশন হল এশিয়া মহাদেশে অ্যাথলেটিকস ক্রীড়া পরিচালনার জন্য মহাদেশীয় পর্ষদ। এর সদর দপ্তর সিঙ্গাপুরে অবস্থিত। এটি এশিয়ান অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপসহ বেশ কিছু মহাদেশীয় চ্যাম্পিয়নশিপের আয়োজন করে।
এশিয়ান অ্যাথলেটিকস অ্যাসোসিয়েশনের বর্তমান সভাপতি হলেন দালহান জামান আল হামাদ, তিনি ২০১৩ সালে নির্বাচিত হয়েছেন।[1] এর পূর্বে ২০০০ - ২০১৩ সাল পর্যন্ত ভারতে সুরেশ কালমাড়ী সভাপতি ছিলেন।[2]
প্রতিযোগিতা
- এশিয়ান অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ
- এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ
- এশিয়ান জুনিয়র অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ
- এশিয়ান ক্রস কান্ট্রি চ্যাম্পিয়নশিপ
- এশিয়ান অ্যাথলেটিকস গ্রান্ড প্রিক্স সিরিজ
- এশিয়ান ম্যারাথন চ্যাম্পিয়নশিপ
- এশিয়ান রেস ওয়াকিং চ্যাম্পিয়নশিপ
- এশিয়ান অল স্টার অ্যাথলেটিকস মিট
সদস্য রাষ্ট্র
তথ্যসূত্র
- Dahlan ousts Kalmadi as Asian athletics chief. Gulf Times (2013-07-01). Retrieved on 2013-07-07.
- IAAF Newsletter Edition 108 ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৩ অক্টোবর ২০১২ তারিখে. IAAF (2009-12-11). Retrieved on 2009-12-12.
বহিঃসংযোগ
টেমপ্লেট:National Members of the International Association of Athletics Federations
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.