এম. এ. আজিজ (দ্ব্যর্থতা নিরসন)
এম. এ. আজিজ বলতে যাদেরকে বোঝানো হতে পারে;
- এম. এ. আজিজ -(জন্ম:১৯২১-মৃত্যু ১১ জানুয়ারি ১৯৭১) হলেন বাংলাদেশের একজন প্রখ্যাত রাজনীতিবিদ।
- এম. এ. আজিজ (নির্বাচন কমিশনার) -বাংলাদেশের সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি এবং বাংলাদেশের সাবেক প্রধান নির্বাচন কমিশনার।
আরও দেখুন
- এম. আজিজুল হক - বাংলাদেশ পুলিশ প্রাক্তন মহাপরিদর্শক।
- আজিজুর রহমান -উইকিমিডিয়া দ্ব্যর্থতা নিরসন পাতা।
- শাহ আজিজুর রহমান (দ্ব্যর্থতা নিরসন) -উইকিমিডিয়া দ্ব্যর্থতা নিরসন পাতা।
- আজিজুল হক (পণ্ডিত) -(১৯১৯ - ৮ আগস্ট ২০১২) হলেন মুহাদ্দিস, ইসলামী ঐক্য জোটের প্রতিষ্ঠাতা।
- আজিজ আহমেদ (জেনারেল) - বাংলাদেশ সেনাবাহিনীর একজন সেনাপ্রধান।
- আজিজুল হক -স্যার মুহাম্মদ আজিজুল হক, অর্ডার অব দ্য স্টার অব ইন্ডিয়া।
- আজিজুর রহমান আজিজ -আজিজুর রহমান আজিজ একজন বাংলাদেশী কবি, সাহিত্যিক, উপন্যাসিক, সুরকার, এবং গীতিকার।
- আজিজুর রহমান (চলচ্চিত্র পরিচালক) -আজিজুর রহমান (জন্ম ১০ অক্টোবর, ১৯৩৯) একজন বাংলাদেশী চলচ্চিত্র পরিচালক।
- আজিজুর রহমান (গীতিকার) - (১৮ জানুয়ারি ১৯১৭ - ১২ সেপ্টেম্বর ১৯৭৮) ছিলেন একজন বাংলাদেশী কবি এবং গীতিকার।
- আজিজ মির্জা -একজন ভারতীয় চলচ্চিত্র পরিচালক, প্রযোজক এবং চিত্রনাট্যকার।
- আজিজ সানজার -হলেন একজন তুরষ্ক বংশভূত আমেরিকান প্রাণরসায়ন বিদ এবং কোষ বৈজ্ঞানিক।
- আজিজুর রহমান মল্লিক - (৩১ ডিসেম্বর ১৯১৮ - ৪ ফেব্রুয়ারি ১৯৯৭) বাংলাদেশের একজন বিশিষ্ট শিক্ষাবিদ, ইতিহাসবিদ।
স্টেডিয়াম
- এম এ আজিজ স্টেডিয়াম - (চট্টগ্রাম স্টেডিয়াম নামেও পরিচিত) চট্টগ্রামের প্রধান স্টেডিয়াম। স্থানীয় ক্রিকেট এবং ফুটবল ম্যাচ এই মাঠে খেলা হয়।
ইউনিয়ন
- আজিজনগর ইউনিয়ন -বান্দরবান জেলার লামা উপজেলার একটি ইউনিয়ন।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.