এআরওয়াই মিউজিক

এআরওয়াই মিউজিক (উর্দু: এআরওয়াই - میوزک) (পূর্বে দি মিউজিক নামে পরিচিত ছিল) হচ্ছে একটি পাকিস্তানী পরিশোধযোগ্য টেলিভিশন সঙ্গীত চ্যানেল, যেটি ২০০৩ সালে সালমান ইকবাল কর্তৃক প্রতিষ্ঠা করা হয়। এটি এআরওয়াই ডিজিটাল নেটওয়ার্কের একটি অংশ। চ্যানেলটি মূলতঃ পপ, রক, ভাঙড়া, শাস্ত্রীয় এবং লোকগীতিসহ বিভিন্ন ঘরানার সংগীত পরিবেশন করে থাকে। এছাড়াও এটি ইন্টারেক্টিভ শো, সেলিব্রিটিদের সাক্ষাত্কার, কৌতুকানুষ্ঠান, থিম শো, অ্যানিমেশন এবং লাইভ কনসার্ট প্রচার করে থাকে।

এআরওয়াই মিউজিক
উদ্বোধন২০০৩ (2003)
নেটওয়ার্কএআরওয়াই ডিজিটাল নেটওয়ার্ক
চিত্রের বিন্যাসএমপেজ-৪/এসডি
স্লোগানইউ অনলি লাইভ অনস!
দেশপাকিস্তান
ভাষাউর্দু, ইংরেজী
প্রধান কার্যালয়করাচি, সিন্ধু, পাকিস্তান
পূর্বতন নামদি মিউজিক
ভ্রাতৃপ্রতিম
চ্যানেল(সমূহ)
এআরওয়াই ডিজিটাল
এআরওয়াই নিউজ
এআরওয়াই জিন্দেগি
এআরওয়াই কিউটিভি
ওয়েবসাইটwww.arymusik.tv

চ্যানেলটির দীর্ঘতম চলমান অনুষ্ঠানের মধ্যে রয়েছে উইকার আলীর উপস্থাপনায় আন্তর্জাতিক সঙ্গীত বিষয়ক অনুষ্ঠান, যেটি ইংরেজি ও পশতু উভয় ভাষায় পরিচালিত হয়ে থাকে।এআরওয়াই মিউজিক প্রথম সরাসরি লিঙ্ক-আপ অর্জনকারী প্রথম স্যাটেলাইট চ্যানেলগুলির মধ্যে একটি, যেটি লন্ডন, যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র, পাকিস্তান, ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং দুবাই ষ্টুডিও থেকে পরিচালিত হয়ে থাকে।[1][2]

অনুষ্ঠানমালা

এআরওয়াই মিউজিকের নিম্নলিখিত অনুষ্ঠানমালা সম্প্রচার করে থাকে:[3]

  • বিংগো উইথ এনাসি
  • কেলাহলিক লাইভ
  • গুরু-হো-জা-শুরু
  • মেড ইন পাকিস্তান উইথ মাদিহা
  • লিভিং অন দ্যা এজ
  • সিংগিং উইথ ওভাইজ সিংস্টার
  • সাজ্জাদ বিল্লা[4]
  • সালাম-ই-ইশাক
  • ভিডিও অন ট্রায়াল

তথ্যসূত্র

  1. "About ARY Music"Awaz Fun। ১৭ মার্চ ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ মার্চ ২০১৪
  2. "Profile of ARY Musik"tv.com.pk। ১৭ মার্চ ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ মার্চ ২০১৪
  3. "ARY Music programs schedule"Official website। ১৬ ডিসেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ মার্চ ২০১৪
  4. "Sajid Billa Hosts Sajid Billa DVD On ARY Musik"AwamiWeb। সংগ্রহের তারিখ ১৭ মার্চ ২০১৪

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.