উর্বশী ঢোলকিয়া

উর্বশী ঢোলাকিয়া হচ্ছেন একজন ভারতীয় টেলিভিশন অভিনেত্রী। তিনি স্টার প্লাসে সম্প্রচারিত জনপ্রিয় নাটক কাসৌটি জিন্দেগী কে-এ কমলিকা বসু চরিত্রে অভিনয়ের মাধ্যমে অধিক পরিচিতি অর্জন করেছেন। এছাড়াও তিনি কালারসে প্রচারিত জনপ্রিয় রিয়্যালিটি অনুষ্ঠান বিগ বসের ষষ্ঠ আসরে অংশগ্রহণ করেছেন, যেখানে তিনি ২০১৩ সালের প্রথম দিকে বিজয়ী হন। বর্তমানে তিনি কালারসে প্রচারিত কল্পনাপ্রসূত টেলিভিশন নাটক চন্দ্রাকান্তে রানী ইরাবতীর চরিত্রে অভিনয় করছেন।

উর্বশী ঢোলাকিয়া
उर्वशी ढोलकिया
২০১৬ সালে কালারসের বার্ষিক অনুষ্ঠানে উর্বশী ঢোলাকিয়া
জন্ম (1979-07-09) ৯ জুলাই ১৯৭৯
দিল্লী, ভারত
জাতীয়তা ভারতীয়
পেশাঅভিনেত্রী, মডেল
কার্যকাল১৯৮৪–বর্তমান
উচ্চতা1.63 m

ক্যারিয়ার

উর্বশী ঢোলাকিয়া অভিনেত্রী রেবতীর সঙ্গে লাক্সের এক টিভি বিজ্ঞাপনে মাত্র ছয় বছর বয়সে উপস্থিত হওয়ার মাধ্যমে তার অভিনয়ে কর্মজীবন শুরু করেন,[1] এরপর তার প্রথম টেলিভিশন ধারাবাহিক দেখ ভাই দেখ-এ শিল্পা চরিত্রে অভিনয় করেন, এই নাটকটি দূরদর্শনে সম্প্রচারিত হয়েছিল।[2] পরবর্তীতে তিনি ওয়াক্ত কি রাফতার নাটকে অভিনয় করেছেন।[1] এছাড়াও তিনি ঘর এক মন্দির, কভি সৌতন কভি সাহেলি, কাসৌটি জিন্দেগী কে এবং কাহি তো হোগার মতো নাটকে অভিনয় করেন।[3] ধোলাকিয়া কাসৌটি জিন্দেগী কেতে কমলিকা বসুর চরিত্রে অভিনয় করার মাধ্যমে অধিক জনপ্রিয়তা অর্জন করেন। ২০১২ সালে তিনি কালারসে প্রচারিত জনপ্রিয় রিয়্যালিটি অনুষ্ঠান বিগ বসের ষষ্ঠ আসরে অংশগ্রহণ করেন এবং ১২ জানুয়ারি ২০১৩ সালে উক্ত মৌসুমের বিজয়ী হিসেবে আবির্ভূত হন।[4] ২০১৭ সালে তিনি কালারসে প্রচারিত কল্পনাপ্রসূত টেলিভিশন নাটক চন্দ্রাকান্তে রানী ইরাবতীর চরিত্রে অভিনয় করেন।[5]

টেলিভিশন

সাল অনুষ্ঠান চরিত্র চ্যানেল
১৯৯৩দেখ ভাই দেখশিল্পাদূরদর্শন
১৯৯৫জমানা বদল গায়া
১৯৯৭ওয়াক্ত কি রাফতারডিডি ন্যাশনাল
২০০০–০১ঘর এক মন্দিরসনি টিভি
২০০১–০২কভি সৌতান কভি সাহেলিসনিয়ামেট্রো গোল্ড
২০০১–০৮কাসৌটি জিন্দেগী কেকমলিকা বসুস্টার প্লাস
২০০৩কাহিনী তেরি মেরিসনি টিভি
২০০৩–০৭কাহি তো হোগাআর্চি খান্নাস্টার প্লাস
২০০৮–০৯কমেডি সার্কাস কাঁটে কি টক্করশাকীল সিদ্দিকির সাথে সেলিব্রিটি প্রতিযোগী হিসেবেসনি টিভি
২০০৯সাচ কা সামনাস্বভূমিকাস্টার প্লাস
২০০৯–১০ব্যাতাব দিল কি তামান্না হ্যায়কারিশমা মেহরাসনি টিভি
২০১২দিল সে দি দুয়া... সৌভাগ্যবতী ভব?ডাক্তার কমলিকা রানালাইফ ওকে
২০১২–১৩বিগ বস ৬প্রতিযোগী (বিজয়ী)কালারস
২০১৫বারি দূর সে আয়ে হ্যায়?৫৫৫সনি টিভি
২০১৭–বর্তমানচন্দ্রাকান্তরানী ইরাবতীকালারস

পুরস্কার

সাল পুরস্কার বিভাগ ফলাফল
২০০৩কালাকর পুরস্কারজনপ্রিয় টেলিভিশন অভিনেত্রীবিজয়ী

তথ্যসূত্র

  1. "Serial thriller"The Telegraph। ২৮ জানুয়ারি ২০০৪।
  2. "Sinfully yours: Arguably the biggest vamp on the small screen, Urvashi Dholakia.."The Hindu। Chennai, India। ১ জুন ২০০৬।
  3. Pisharoty, Sangeeta Barooah (১২ আগস্ট ২০০৪)। "The queen of bad things"The Hindu। Chennai, India। সংগ্রহের তারিখ ১৭ ফেব্রুয়ারি ২০১৫
  4. "Urvashi Dholakia television's favorite Komolika crowned the winner of Bigg Boss 6"zeenews.india.com। ১২ জানুয়ারি ২০১৩।
  5. "Urvashi Dholakia on her comeback in Chandrakanta, Ekta Kapoor giving her a magic wand and her pride in others imitating Komolika"The Indian Express (ইংরেজি ভাষায়)। ২০১৭-০৬-২৯। সংগ্রহের তারিখ ২০১৭-০৭-২৮

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.