উত্তর হল্যান্ড

উত্তর হল্যান্ড (ওলন্দাজ: Noord-Holland [ˌnoːrt ˈɦɔlɑnt] (শুনুন), পশ্চিম ফ্রিশ্চিয়ান ওলন্দাজ: Noard-Holland) নেদারল্যান্ডের উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থিত একটি প্রদেশ। এটি উত্তর সাগরের তীরে অবস্থিত। এটি দক্ষিণ হল্যান্ডউটরেচের উত্তরে এবং ফ্রিসল্যান্ডফ্লেবল্যান্ডের পশ্চিমে অবস্থিত। ২০১৫ সালে, এর জনসংখ্যা ছিল ২,৭৬২,১৬৩ জন।[5] এর আয়তন ২,৬৭০ কিমি (১,০৩০ মা)

উত্তর হল্যান্ড
Noord-Holland
Province of the Netherlands

পতাকা

প্রতীক
সঙ্গীত: "Noord-Hollands Volkslied"[1]
(উত্তর হল্যান্ডের সঙ্গীত)
নেদারল্যান্ডে উত্তর হল্যান্ডের অবস্থান
স্থানাঙ্ক: ৫২°৪০′ উত্তর ৪°৫০′ পূর্ব
Countryনেদারল্যান্ড
Established১৮৪০
Capitalহারলেম
Largest cityআমস্টারডাম
সরকার
  কিংস কমিশনারArthur van Dijk (পিপলস পার্টি অব ফ্রিডম এন্ড ডেমোক্রেসি)
  CouncilStates of North Holland
আয়তন
  মোট২৬৭০ কিমি (১০৩০ বর্গমাইল)
  জলভাগ১৪২১ কিমি (৫৪৯ বর্গমাইল)
এলাকার ক্রমজাতীয়ভাবে ষষ্ঠ
জনসংখ্যা (১ জানুয়ারী ২০১৫)
  মোট২৭,৬২,১৬৩
  ক্রম২য়
  জনঘনত্ব১০০০/কিমি (২৭০০/বর্গমাইল)
  ঘনত্বের ক্রম২য়
সময় অঞ্চলCET (ইউটিসি+1)
  গ্রীষ্মকালীন (দিসস)CEST (ইউটিসি+2)
আইএসও ৩১৬৬ কোডNL-NH
GDP (nominal)[2]২০১৭
 - Total€১৫৯ বিলিয়ন/ ইউএসডি ২০০ বিলিয়ন
 - Per capita€৫৬৩০০/ ইউএসডি ৭০০০০[3]
এইচডিআই (২০১৭)0.946[4]
very high · 2nd
ওয়েবসাইটwww.noord-holland.nl

৯ম থেকে ১৬শ শতাব্দী পর্যন্ত এটি পশ্চিম ফ্রিসল্যান্ডসহ কাউন্টি অব হল্যান্ড নামে পরিচিত ছিল। ১৭শ এবং ১৮শ শতাব্দীতে এটি হল্যান্ড নামধারণ করে। ইংরেজিতে একে বলা হত "নোর্দান কোয়ার্টার"। ১৮৪০ সালে, হল্যান্ড প্রদেশকে আরো দুটি ভাগে ভাগ করা হয়। একটির নাম হয় উত্তর হল্যান্ড, আরেকটির নাম দেয়া হয় দক্ষিণ হল্যান্ড। ১৮৫৫ সালে, হারলেমমার্মার তৈরি করা হয়।

প্রদেশীয় সরকারের রাজধানী এবং সাংসদ হারলেমে অবস্থিত। এবং হল্যান্ড প্রদেশটির সবচেয়ে বড় শহরের নাম আমস্টারডাম। এটি নেদারল্যান্ডেরও রাজধানী। উত্তর হল্যান্ডের কিংস কমিশনার হলেন জোহান রেমকেস। ২০১০ সালে তিনি দায়িত্ব পালন করে আসছেন। এই প্রদেশটিতে ৫১টি পৌরসভা আছে। এবং তিনটি বন্দর রয়েছে।

তথ্যসূত্র

  1. (ওলন্দাজ) নুরড-হল্যান্ড ভোকস্ল্যান্ড, উত্তর হল্যান্ডের প্রদেশ। Retrieved on 19 Januari 2019.
  2. https://ec.europa.eu/eurostat/documents/2995521/9618249/1-26022019-AP-EN.pdf/f765d183-c3d2-4e2f-9256-cc6665909c80
  3. XE.com average EUR/ USD ex. rate in 2017
  4. "Sub-national HDI - Area Database - Global Data Lab"hdi.globaldatalab.org (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৮-০৯-১৩
  5. "Regionale kerncijfers Nederland" (Dutch ভাষায়)। CBS। সংগ্রহের তারিখ ৩০ মে ২০১৫
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.