উইলিয়াম ডেমারেস্ট
কার্ল উইলিয়াম ডেমারেস্ট (ইংরেজি: Carl William Demarest; ২৭ ফেব্রুয়ারি ১৮৯২ - ২৭ ডিসেম্বর ১৯৮৩) ছিলেন একজন মার্কিন অভিনেতা। তিনি সিটকম মাই থ্রি সন্স-এ আঙ্কেল চার্লি চরিত্রে অভিনয়ের জন্য সর্বাধিক পরিচিত;[1] এই কাজের জন্য তিনি ১৯৬৮ সালে হাস্যরসাত্মক ধারাবাহিকে সেরা পার্শ্ব অভিনেতা বিভাগে প্রাইমটাইম এমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন। প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণকারী ডেমারেস্ট চলচ্চিত্র ও টেলিভিশনের একজন প্রখ্যাত অভিনেতা হয়ে ওঠেন। ১৯২৭ সাল থেকে শুরু করে ১৯৭০-এর দশক পর্যন্ত ১৪০টির অধিক চলচ্চিত্রে অভিনয় করেন। তিনি দ্য জলসন স্টোরি (১৯৪৬) চলচ্চিত্রে গায়ক-অভিনেতা অ্যাল জলসনের গুরু চরিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতার জন্য একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন।[2]
উইলিয়াম ডেমারেস্ট | |
---|---|
জন্ম | কার্ল উইলিয়াম ডেমারেস্ট ২৭ ফেব্রুয়ারি ১৮৯২ সেন্ট পল, মিনেসোটা, মার্কিন যুক্তরাষ্ট্র |
মৃত্যু | ২৭ ডিসেম্বর ১৯৮৩ ৯১) পাম স্প্রিংস, ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র | (বয়স
সমাধি | ফরেস্ট লন মেমোরিয়াল পার্ক সেমেটারি, গ্লেনডেল, ক্যালিফোর্নিয়া |
পেশা | অভিনেতা |
কার্যকাল | ১৯২৭-১৯৭৮ |
দাম্পত্য সঙ্গী | এস্টেল কোলেট লুসিল থায়ার (বি. ১৯৩৯–১৯৮৩) |
তথ্যসূত্র
- "অবিচুয়ারি", ভ্যারাইটি, ৪ জানুয়ারি ১৯৮৪।
- "1946 Academy Awards® Winners and History"। ফিল্মসাইট। সংগ্রহের তারিখ ২৭ ফেব্রুয়ারি ২০১৯।
বহিঃসংযোগ
![]() |
উইকিমিডিয়া কমন্সে উইলিয়াম ডেমারেস্ট সংক্রান্ত মিডিয়া রয়েছে। |
- অলমুভিতে উইলিয়াম ডেমারেস্ট (ইংরেজি)
- ইন্টারনেট ব্রডওয়ে ডেটাবেজে উইলিয়াম ডেমারেস্ট
(ইংরেজি) - ইন্টারনেট মুভি ডেটাবেজে উইলিয়াম ডেমারেস্ট
(ইংরেজি) - রটেন টম্যাটোসে উইলিয়াম ডেমারেস্ট (ইংরেজি)
- ফাইন্ড এ গ্রেইভে উইলিয়াম ডেমারেস্ট
(ইংরেজি)
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.