ইসরার আলী
ইসরার আলী (উর্দু: اسرار علی; জন্ম: ১ মে, ১৯২৭ - মৃত্যু: ১ ফেব্রুয়ারি, ২০১৬) ব্রিটিশ ভারতের জলন্ধরে জন্মগ্রহণকারী বিশিষ্ট পাকিস্তানী আন্তর্জাতিক ক্রিকেটার ছিলেন। ১৯৫২ থেকে ১৯৫৯ সময়কালে পাকিস্তানের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছেন। পাকিস্তান ক্রিকেট দলের সদস্য হিসেবে ১৯৫২-৫৩ মৌসুমে প্রথম টেস্টে ভারতের বিপক্ষে অংশ নেন।
![]() ২০১২ সালের সংগৃহীত স্থিরচিত্রে ইসরার আলী | ||||||||||||||||||||||||||||||||||||||||
ব্যক্তিগত তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
জন্ম | জলন্ধর, পাঞ্জাব প্রদেশ, ব্রিটিশ ভারত | ১ মে ১৯২৭|||||||||||||||||||||||||||||||||||||||
মৃত্যু | ১ ফেব্রুয়ারি ২০১৬ ৮৮) ওকারা, পাকিস্তান | (বয়স|||||||||||||||||||||||||||||||||||||||
ব্যাটিংয়ের ধরন | বামহাতি | |||||||||||||||||||||||||||||||||||||||
বোলিংয়ের ধরন | বামহাতি ফাস্ট-মিডিয়াম | |||||||||||||||||||||||||||||||||||||||
আন্তর্জাতিক তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||
জাতীয় পার্শ্ব | ||||||||||||||||||||||||||||||||||||||||
টেস্ট অভিষেক (ক্যাপ ৬) | ১৬ অক্টোবর ১৯৫২ বনাম ভারত | |||||||||||||||||||||||||||||||||||||||
শেষ টেস্ট | ২১ নভেম্বর ১৯৫৯ বনাম অস্ট্রেলিয়া | |||||||||||||||||||||||||||||||||||||||
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||
উৎস: ইএসপিএনক্রিকইনফো,কম, ১৭ আগস্ট ২০১৬ |
খেলোয়াড়ী জীবন
১৯৫৭-৫৮ মৌসুমে বাহাওয়ালপুরের সদস্য হিসেবে কায়েদ-ই-আজম ট্রফিতে পাঞ্জাব দলের বিপক্ষে খেলেন। ঐ খেলায় ৫৮ রানে ৯ উইকেট পেয়েছিলেন তিনি।[1]
১৯৫২-৫৩ মৌসুমে ভারতের বিপক্ষে শীর্ষসারির ব্যাটসম্যান হিসেবে তিনি দুইটি টেস্টে অংশ নিয়েছেন। এরপর ১৯৫৯-৬০ মৌসুমে সফরকারী অস্ট্রেলিয়ার বিপক্ষে নীচের সারির ব্যাটসম্যান ও উদ্বোধনী বোলার হিসেবে খেলেন। ২৫.৬৬ গড়ে ৬ উইকেট পান। তন্মধ্যে লেস ফাভেলকেই চারবার আউট করেন।[2]
দেহাবসান
২২ জানুয়ারি, ২০১১ তারিখে আসলাম খোখারের দেহাবসানের পর তিনি পাকিস্তানের সর্বাপেক্ষা বয়োঃজ্যেষ্ঠ টেস্ট ক্রিকেটার ছিলেন।[3] ১ ফেব্রুয়ারি, ২০১৬ তারিখে ৮৮ বছর বয়সে তার দেহাবসান ঘটে।[4]
তথ্যসূত্র
- Bahawalpur v Punjab A, 1957−58
- Wisden 1961, pp. 837−39.
- List of oldest living Test players
- "Pakistan's oldest Test cricketer dies aged 88"। ESPNcricinfo। ২ ফেব্রুয়ারি ২০১৬। সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি ২০১৬।
বহিঃসংযোগ
- ইএসপিএনক্রিকইনফোতে ইসরার আলী
(ইংরেজি)
- ক্রিকেটআর্কাইভে ইসরার আলী
(সদস্যতা প্রয়োজনীয়) (ইংরেজি)