ইয়ালামলাম

মিকাত ইয়ালাম্লাম ( আরবি: ميقات يلملم ) পাঁচটি মিকাতের মধ্যে অন্যতম একটি যা নবী মুহাম্মদ হজ্বের উদ্দেশ্যে মক্কা প্রবেশ করতে ইহরাম বাঁধার জন্যে নির্দিষ্ট করে দিয়েছেন। এটি মক্কা দক্ষিণে অবস্থিত সমস্ত অঞ্চল থেকে আসা সমস্ত হজ্বযাত্রীদের জন্য নির্ধারিত মীকাত। [1]

Miqat Yalamlam
ميقات يلملم
Miqat for the people of Yemen, named Yalamlam, Alsaadiah or Saya
Location of Yalamlam is ES.ofJeddah
স্থানাঙ্ক: ২০°৩১′৪.৩″ উত্তর ৩৯°৫২′১২.৮″ পূর্ব
Country Saudi Arabia
Provinceমক্কা প্রদেশ
Established590+ AD
Joint Saudi Arabia1925
সময় অঞ্চলEAT (ইউটিসি+3)
  গ্রীষ্মকালীন (দিসস)EAT (ইউটিসি+3)
Postal Code(5 digits)
এলাকা কোড+966-

মিকাত ইয়ালামাম বর্তমানে সৌদি আরবের মক্কা প্রদেশের একটি মসজিদ । এটি } মক্কার {{রূপান্তর|100|km} দক্ষিণ পশ্চিমে এবং আল লিথে ৯০ কিলোমিটার (৫৬ মা) উত্তরে অবস্থিত ।

মিকাত ইয়ালামলাম ঐতিহাসিকভাবে ওয়াদি ইয়ালামলামের প্রাণকেন্দ্র। । বর্তমান অবস্থান সৌদি সরকারের তৈরি রেড সাগর উপকূলীয় রাস্তার (ন্যাশনাল রোড নং ৫) এর কাছাকাছি, যা সায়া (سعيا নামে পরিচিত।

আরো দেখুন

তথ্যসূত্র

  1. "Yalamlam | Hajj & Umrah Planner"hajjumrahplanner.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৭-০৪-১০
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.