ইয়াগো আসপাস
ইয়াগো আসপাস জুনকাল (গালিসীয় উচ্চারণ: [iˈaɣo ˈaspas]; জন্ম: ১ আগস্ট ১৯৮৭) হলেন একজন স্পেনীয় পেশাদার ফুটবলার, যিনি লা লিগা ক্লাব সেলতা দে ভিগো এবং স্পেন জাতীয় দলের হয়ে একজন আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।
![]() ২০১২ সালে আসপাস | |||
ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | ইয়াগো আসপাস জুনকাল[1] | ||
জন্ম | ১ আগস্ট ১৯৮৭ | ||
জন্ম স্থান | মোয়ানা, স্পেন | ||
উচ্চতা | ১.৭৬ মি (৫ ফু ৯ ইঞ্চি)[2] | ||
মাঠে অবস্থান | আক্রমণভাগের খেলোয়াড় | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান ক্লাব | সেলতা | ||
জার্সি নম্বর | ১০ | ||
যুব পর্যায়ের খেলোয়াড়ী জীবন | |||
মোয়ানা | |||
১৯৯৫–২০০৬ | সেলতা | ||
২০০৪–২০০৫ | → রাপিদো বউজাস (ধার) | ||
জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ী জীবন* | |||
বছর | দল | উপস্থিতি† | (গোল)† |
২০০৬–২০০৯ | সেলতা বি | ৮৪ | (১১) |
২০০৮–২০১৩ | সেলতা | ১৩৯ | (৪৬) |
২০১৩–২০১৫ | লিভারপুল | ১৪ | (০) |
২০১৪–২০১৫ | → সেভিয়া (ধার) | ১৬ | (২) |
২০১৫– | সেলতা | ১০১ | (৫৫) |
জাতীয় দল‡ | |||
২০১৬– | স্পেন | ৮ | (৪) |
২০১৬– | গালিসিয়া | ১ | (১) |
† উপস্থিতি(গোল সংখ্যা)। |
তিনি তার ক্যারিয়ারের অধিকাংশ সময় স্পেনীয় ক্লাব সেলতা দে ভিগোয় অতিবাহিত করেছেন। তিনি এই ক্লাবের হয়ে সর্বমোট ২৭৯টি ম্যাচ খেলেছেন এবং ১১৭টি গোল করেছেন।[3] তিনি ২০১২ সালে, সেলতা দে ভিগোর হয়ে খেলার মাধ্যমে লা লিগা অভিষেক করেন। অতঃপর তিনি ২ মৌসুমের জন্য় প্রিমিয়ার লীগ ক্লাব লিভারপুলে যোগদান করেন। ২০১৫ সালে পুনরায় সেলতা দে ভিগোয় যোগদানের পূর্বে তিনি এক মৌসুমের জন্য লা লিগার অন্য আরেক ক্লাব সেভিয়ায় ধারে খেলেছেন।
২০১৬ সালে, স্পেন জাতীয় দলের হয়ে খেলার মাধ্যমে তিনি আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেন। তিনি এপর্যন্ত স্পেনের হয়ে ৫-এর অধিক ম্যাচ খেলেছেন।
ক্যারিয়ার পরিসংখ্যান
সম্মাননা
তথ্যসূত্র
- "Barclays Premier League squad numbers 2013/14"। Premier League। ১৬ আগস্ট ২০১৩। ২৫ সেপ্টেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০১৩।
- "Iago Aspas"। Goal.com। সংগ্রহের তারিখ ৮ জানুয়ারি ২০১৫।
- "Iago Aspas, la perla del Celta" [Iago Aspas, Celta's gem]। El Periódico (Spanish ভাষায়)। ৮ জানুয়ারি ২০১৩। সংগ্রহের তারিখ ৩০ মে ২০১৩।
- "Iago Aspas"। European Football। সংগ্রহের তারিখ ৮ জুলাই ২০১৭।
- "Los Óscars de la Liga" [The League's Oscars]। Marca (Spanish ভাষায়)। ১৫ মার্চ ২০১৩। সংগ্রহের তারিখ ৮ জুলাই ২০১৭।
- "Ganadores de las cuatro ediciones de premios de la LFP" [Winners of the PFL awards' four editions]। ABC (Spanish ভাষায়)। ১৩ নভেম্বর ২০১২। ১৬ জানুয়ারি ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ জুলাই ২০১৭।
বহিঃসংযোগ
![]() |
উইকিমিডিয়া কমন্সে ইয়াগো আসপাস সংক্রান্ত মিডিয়া রয়েছে। |
- বিডিফুটবলে ইয়াগো আসপাস (ইংরেজি)
- Futbolme-এ ইয়াগো আসপাস (স্পেনীয়)
- Celta de Vigo biography (স্পেনীয়)
- Liverpool historic profile
- National-Football-Teams.com-এ ইয়াগো আসপাস (ইংরেজি)
টেমপ্লেট:Celta de Vigo squad টেমপ্লেট:Copa del Rey top scorers