ইমাদউদ্দিন জেনগি

ইমাদউদ্দিন জেনগি (আনুমানিক ১০৮৫ – ১৪ সেপ্টেম্বর ১১৪৬) ছিলেন তুর্কি বংশোদ্ভূত একজন আতাবেগ, মসুল, আলেপ্পো, হামাএডেসার শাসক এবং জেনগি রাজবংশের প্রতিষ্ঠাতা। এই রাজবংশ তার নামে নামকরণ করা হয়েছে।

ইমাদউদ্দিন জেনগি
মসুল, আলেপ্পো, হামাএডেসার আতাবেগ
রাজত্বকাল১১২৭–১১৪৬
রাজ্যাভিষেক১১২৭, মসুল
পূর্ণ নামইমাদউদ্দিন আতাবেগ জেনগি আল মালিক আল মনসুর
জন্ম১০৮৫
মৃত্যু১৪ সেপ্টেম্বর ১১৪৬ (বয়স ৬১)
মৃত্যুস্থানদামেস্ক, সিরিয়া
পূর্বসূরিদ্বিতীয় মাহমুদ
উত্তরসূরিপ্রথম সাইফউদ্দিন গাজি
রাজবংশজেনগি রাজবংশ
পিতাআক সুনকুর আল হাজিব

তথ্যসূত্র

    • Amin Maalouf, The Crusades Through Arab Eyes, 1985
    • Steven Runciman, A History of the Crusades, vol. II: The Kingdom of Jerusalem. Cambridge University Press, 1952.
    • The Damascus Chronicle of the Crusades, Extracted and Translated from the Chronicle of Ibn al-Qalanisi. H.A.R. Gibb, 1932 (reprint, Dover Publications, 2002).
    • William of Tyre, A History of Deeds Done Beyond the Sea, trans. E.A. Babcock and A.C. Krey. Columbia University Press, 1943.
    • An Arab-Syrian Gentleman and Warrior in the Period of the Crusades; Memoirs of Usamah ibn-Munqidh (Kitab al i'tibar), trans. Philip K. Hitti. New York, 1929.
    • The Second Crusade Scope and Consequences Edited by Jonathan Phillips & Martin Hoch, 2001.
    • The Chronicle of Michael the Syrian - (Khtobo D-Makethbonuth Zabne) (finished 1193-1195)


    শাসনতান্ত্রিক খেতাব
    পূর্বসূরী
    দ্বিতীয় মাহমুদ (সেলজুক)
    হামাদানের সুলতান
    মসুলের আমির
    ১১২৭–১১৪৬
    উত্তরসূরী
    প্রথম সাইফউদ্দিন গাজি
    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.