ইন্দ্রাণী (১৯৫৮-এর চলচ্চিত্র)
রাজলক্ষ্মী ও শ্রীকান্ত হরিদাস ভট্টাচার্য পরিচালিত ১৯৫৮ সালের ভারতীয় বাংলা ভাষার নাট্য চলচ্চিত্র। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীকান্ত উপন্যাস অবলম্বনে ছবিটির চিত্রনাট্য লিখেছেন হরিদাস ভট্টাচার্য। এতে দুই নাম ভূমিকায় অভিনয় করেছেন সুচিত্রা সেন (রাজলক্ষ্মী) এবং উত্তম কুমার (শ্রীকান্ত)।[2] অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন চন্দ্রা দেবী, ছবি বিশ্বাস, তুলসী চক্রবর্তী প্রমুখ। এই চলচ্চিত্রটি উত্তম-সুচিত্রার জুটির সেরা সময়ের ছবি হলেও এবং অসাধারণ সঙ্গীত থাকা সত্ত্বেও আশানুরূপ সাফল্য পায় নি ।
ইন্দ্রাণী | |
---|---|
পরিচালক | নীরেন লাহিড়ী |
প্রযোজক | হরেন্দ্রনাথ চট্টোপাধ্যায় |
রচয়িতা | অচিন্ত কুমার সেনগুপ্ত |
চিত্রনাট্যকার | নৃপেন্দ্রকৃষ্ণ চট্টোপাধ্যায় |
শ্রেষ্ঠাংশে | |
সুরকার | নচিকেতা ঘোষ |
চিত্রগ্রাহক | বিশু চক্রবর্তী |
সম্পাদক | বৈদ্যনাথ চট্টোপাধ্যায় |
মুক্তি | ১০ অক্টোবর, ১৯৫৮[1] |
দৈর্ঘ্য | ১২২ মিনিট |
দেশ | ভারত |
ভাষা | বাংলা |
কুশীলব
- সুচিত্রা সেন - ইন্দ্রাণী
- উত্তম কুমার -
- চন্দ্রা দেবী
- নমিতা সিংহ
- তপতী ঘোষ
- অপর্ণা দেবী
- গীতা দে
- শ্যামলী চক্রবর্তী
- সাধনা
- কেতকী
- দীপিকা
- ছবি বিশ্বাস
- পাহাড়ী সান্যাল
- তুলসী চক্রবর্তী
- জীবেন বোস
- গঙ্গাপদ বোস
সঙ্গীত
ইন্দ্রাণী চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেছেন নচিকেতা ঘোষ। গীত রচনা করেছেন গৌরীপ্রসন্ন মজুমদার। গানে কণ্ঠ দিয়েছেন গীতা দত্ত, হেমন্ত মুখোপাধ্যায়, ও মোহাম্মদ রফি।
তথ্যসূত্র
- "Indrani (1958 - Bengali)"। গোমোলো। ১১ আগস্ট ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ জুলাই ২০১৭।
- ইকবাল, নাইর (১৭ জানুয়ারি ২০১৪)। "চিরদিনের উত্তম-সুচিত্রা"। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ১৪ জুলাই ২০১৭।
বহিঃসংযোগ
- ইন্টারনেট মুভি ডেটাবেজে ইন্দ্রাণী (ইংরেজি)
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.