ইউজেবল ব্রাউজার

ইউজেবল (ইংরেজি: Uzbl) ইউনিক্স দর্শন ও সিম্পলিসিটি লালন করা একটি ফ্রি ও ওপেন সোর্স মিনিমালিস্ট ওয়েব ব্রাউজার। ২০০৯ সালের প্রথম দিকে এর উন্নয়ন শুরু হয় কিন্তু এখনও একে ডেভেলপাররা আলফা স্টেজে রয়েছে বলে মনে করেন। ইউজেবলের মূল উপাদানগুলো সিতে লিখা হয়েছে, কিন্তু অন্যান্য ভাষাও ব্যবহার করা হয়েছে, বিশেষত পাইথন। ইউজেবল প্রকল্পের সমস্ত অংশই ফ্রি লাইসেন্সের অধীনে প্রকাশিত, প্রধানত গ্নু জেনারেল পাবলিক লাইসেন্স সংস্করণ ৩।

ইউজেবল
উবুন্টুতে ইউজেবল ব্রাউজার
মূল উদ্ভাবকডায়েটার প্ল্যাটিংম
সর্বশেষ সংস্করণ০.৯.১ / ২৭ অক্টোবর ২০১৬ (2016-10-27)[1]
উন্নয়ন অবস্থাসক্রিয়
লেখা হয়েছেসি, পাইথন
অপারেটিং সিস্টেমইউনিক্স-সদৃশ
ইঞ্জিনওয়েবকিট
উন্নয়ন অবস্থাসক্রিয়
ধরনওয়েব ব্রাউজার
লাইসেন্সজিপিএল ৩য় সংস্করণ[2]
ওয়েবসাইটwww.uzbl.org

"ইউজেবল" শব্দ থেকে "Uzbl" শব্দটি এসেছে।

উন্নয়নের প্রাথমিক ধাপে হলেও, মিনিমালিস্ট ব্রাউজার হিসেবে এর বেশ খ্যাতি রয়েছে।[3]

তথ্যসূত্র

  1. https://github.com/uzbl/uzbl/releases/
  2. Uzbl LICENSE file from GitHub.
  3. "Software Review: 2009 LnF Awards"আর্চ লিনাক্স ম্যাগাজিন। জানুয়ারি ২০১০। সংগ্রহের তারিখ ২০১০-০৩-১৩
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.