আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়

আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় ভারতের উত্তর প্রদেশ অঙ্গরাজ্যের আলিগড় শহরে অবস্থিত। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের আদলে প্রতিষ্ঠিত এই শিক্ষা প্রতিষ্ঠানটি বৃটিশ রাজত্বের সময় ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর একটিতে পরিগণিত হয়। তৎকালীন অনেক সনামধন্য মুসলিম চিন্তাবিদ ও উর্দূ ভাষার বিখ্যাত কবি ও লেখক এই বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেছেন।

আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়
আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় এর লোগো
নীতিবাক্য
আরবি: عَلَّمَ الاِنْسَانَ مَا لَمْ يَعْلَم
'allama'l-insāna mā lam ya'lam
বাংলায় নীতিবাক্য
মানুষ যা জানতো না তা মানুষকে শিখিয়েছেন (কুরআন ৯৬:৫)
ধরনপাবলিক
স্থাপিত১৮৭৫ (এমএও কলেজ)
১৯২০ (এএমইউ)
বৃত্তিদান$১৮.২ মিলিয়ন[1]
উপাচার্যলেফটেন্যান্ট জেনারেল জমির উদ্দীন শাহ
শিক্ষায়তনিক কর্মকর্তা
২,০০০
শিক্ষার্থী৩০,০০০
ঠিকানা
পাবলিক রিলেশন অফিস, এ্যাকাডেমিক ব্লক, দ্যা আলিগড় মুসলিম ইউনিভার্সিটি, আলীগড় (ইউপি) ২০২০০২, ইন্ডিয়া ই-মেইল আইডি
, , ,
ভারত
শিক্ষাঙ্গনশহুরে ৪৬৭.৬ হেক্টর (১,১৫৫ একর)
এ্যাক্রোনাইমআমু
রঙসমূহ              
সংক্ষিপ্ত নামAMU
অধিভুক্তিইউজিসি, এনএএসি, এআইইউ
ওয়েবসাইটwww.amu.ac.in
ভিক্টোরিয়া ফটক, বিশ্ববিদ্যালয়ের একটি বিখ্যাত স্থাপনা

প্রাক্তন শিক্ষার্থী

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "Aligarh Muslim University, BHU welcome budgetary allocations"The Times of India। সংগ্রহের তারিখ ২৩ মে ২০১৩

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.