আলবার্তো মরিনো

আলবার্তো মরিনো পেরেজ (ইংরেজী: Alberto Moreno Pérez; (স্পেনীয় উচ্চারণ: [alˈβerto moˈɾeno ˈpeɾeθ]}; জন্ম: ৫ জুলাই ১৯৯২) হলেন একজন স্প্যানিশ পেশাদার ফুটবল খেলোয়াড়; যিনি বর্তমানে সেবিলা এফসির বামপার্শ্ব ব্যাক ডিফেন্ডার হিসেবে খেলছেন।

আলবার্তো মরিনো
Alberto Moreno
মরিনো ২০১৩ সালে সেবিলার হয়ে খেলছেন
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম আলবার্তো মরিনো পেরেজ
জন্ম (1992-07-05) ৫ জুলাই ১৯৯২
জন্ম স্থান সেবিলে, স্পেন
উচ্চতা ১.৭১ মি (৫ ফু ৭ ইঞ্চি)
মাঠে অবস্থান বামপার্শ্ব ব্যাক
ক্লাবের তথ্য
বর্তমান ক্লাব সেবিলা
জার্সি নম্বর ১৬
যুব পর্যায়ের খেলোয়াড়ী জীবন
সেবিলা
জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ী জীবন*
বছর দল উপস্থিতি (গোল)
২০১১–২০১৩ সেবিলা বি ৪৯ (৬)
২০১২– সেবিলা ৪৫ (৩)
জাতীয় দল
২০১৩– স্পেন অণুর্দ্ধ-২১ (০)
২০১৩– স্পেন (০)
  • পেশাদারী ক্লাবের উপস্থিতি ও গোলসংখ্যা শুধুমাত্র ঘরোয়া লিগের জন্য গণনা করা হয়েছে এবং ০০:০০, ১৯ মে ২০১৪ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

† উপস্থিতি(গোল সংখ্যা)।

‡ জাতীয় দলের হয়ে খেলার সংখ্যা এবং গোল ০০:০০, ৩১ মে ২০১৪ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

পরিসংখ্যান

ক্লাব

২৯ মে ২০১৪ পর্যন্ত হালনাগাদকৃত।[1][2]
ক্লাব মৌসুম লীগ কাপ ইউরোপ অন্যান্য মোট
এপসগোলএপসগোলএপসগোলএপসগোলএপসগোল
সেবিলা ২০১১–১২
২০১২–১৩ ১৫১৫
২০১৩–১৪ ২৯১৪৪৩
মোট ৪৫১৪৬১
কর্মজীবনের সর্বমোট ৪৫১৪৬১

আন্তর্জাতিক

৩০ মে ২০১৪ পর্যন্ত হালনাগাদকৃত।
স্পেন
বছরএপসগোল
২০১৩
২০১৪
মোট

অর্জন

ক্লাব

সেবিলা

দেশ

স্পেন অণুর্দ্ধ-২১
  • উয়েফা ইউরোপীয় অণুর্দ্ধ-২১ চ্যাম্পিয়নশিপ: ২০১৩

তথ্যসূত্র

  1. "Alberto Moreno"। Soccerway। সংগ্রহের তারিখ ১ জুন ২০১৪
  2. "Alberto Moreno"। Footballdatabase। সংগ্রহের তারিখ ৩১ মে ২০১৪
  3. "Spot-on Sevilla leave Benfica dreams in tatters"। UEFA.com। ১৪ মে ২০১৪। সংগ্রহের তারিখ ১৫ মে ২০১৪

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.