আলফাজ আহমেদ

আলফাজ আহমেদ (জন্ম: ৬ জুন, ১৯৭৩, সিলেট, বাংলাদেশ) বাংলাদেশের জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়কফুটবল খেলোয়াড়

আলফাজ আহমেদ
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম মোহাম্মদ আলফাজ আহমেদ
জন্ম ৬ জুন ১৯৭৩
মাঠে অবস্থান স্ট্রাইকার
জাতীয় দল
বছর দল উপস্থিতি (গোল)
১৯৯৫ - ২০০৮ বাংলাদেশ ৩৪ [1] (৫)
† উপস্থিতি(গোল সংখ্যা)।

প্রারম্ভিক জীবন

১৯৭৩ সালে বাংলাদেশের সিলেট জেলায় জন্ম নেন। ১৯৮৫ সালে কিশোর ফুটবল লিগ দিয়ে ফুটবল ক্যারিয়ার শুরু আলফাজের। ১৯৮৭ সালে পাইওনিয়ার লিগে ওরিয়েন্ট স্পোর্টিংয়ের জার্সি গায়ে দেন। ১৯৮৮-৮৯ মৌসুমে দ্বিতীয় বিভাগে খেলেছেন লালবাগ স্পোর্টিংয়ের হয়ে। প্রথম বিভাগ লিগে অভিষেক ১৯৯১-৯২ মৌসুমে রহমতগঞ্জের হয়ে।[2]

ক্লাব ক্যারিয়ার

১৯৯২ সালে আবাহনীতে যোগ দেন। ১৯৯৪ সালে যোগ দেন আরামবাগে। ১৯৯৫ সালে আরামবাগ থেকে চলে আসেন মোহামেডানে। ২০০১ সাল পর্যন্ত টানা সাত বছর মোহামেডানে খেলে মুক্তিযোদ্ধায় যোগ দেন তিনি। ২০০৩ সালে যোগ দেন ব্রাদার্স ইউনিয়নে। পরবর্তীতে ২০০৫ সালে আবারো মোহামেডানে ফিরেছিলেন তিনি। এরপর শেখ রাসেল, বিজেএমসির হয়েও খেলেছেন তিনি। মাঝে আবার খেলেছেন আবাহনী ও আরামবাগের হয়ে। কলকাতায় ইস্ট বেঙ্গলেও খেলেছেন কিছুদিন। [3]

আন্তর্জাতিক ক্যারিয়ার

১৯৯৫ থেকে ২০০৮ সাল পর্যন্ত টানা জাতীয় দলের হয়ে খেলেন। ১৯৯৫ সালে জাতীয় দলের জার্সি গায়ে দেন। ১৯৯৯ সাফ গেমসের এবং ২০০৩ সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ জয়ী দলের সদস্য ছিলেন। ১৯৯৯ সালের সাফ গেমসের ফাইনালে বাংলাদেশের পক্ষে জয়সূচক গোলটি করেন তিনি। ১৯৯৬ সালের আগস্টে এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) মাস-সেরা ফুটবলার হয়েছিলেন।[4]

অবসর

সফল খেলোয়াড়ী জীবন শেষে ৭ এপ্রিল, ২০১৩ তারিখে আবাহনী-মোহামেডানের মধ্যকার খেলায় আলফাজ ফুটবল খেলা থেকে অবসর গ্রহণ করেন।[5]

তথ্যসূত্র

  1. Ahmed, Mohd Alfaz
  2. "আলফাজ অধ্যায়ের সমাপ্তি আজ"। নয়া দিগণ্ত। ৭ এপ্রিল ২০১৩। ৮ এপ্রিল ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ এপ্রিল ২০১৩
  3. "অবসর নিচ্ছেন আলফাজ"। বাংলা ৭১ ডট কম। ০৬ এপ্রিল ২০১৩। সংগ্রহের তারিখ ৭ এপ্রিল ২০১৩ এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)
  4. "বিদায় আলফাজ, বিদায়!"। প্রথম আলো। ০৭-০৪-২০১৩। সংগ্রহের তারিখ ০৭-০৪-২০১৩ এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ=, |সংগ্রহের-তারিখ= (সাহায্য)
  5. দৈনিক ভোরের কাগজ, মুদ্রিত সংস্করণ, ৯ এপ্রিল, ২০১৩, পৃষ্ঠা-১২, গ্যালারি
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.