আল কায়েদা ইসলামি মাগরিব শাখা
আল কায়েদা ইসলামি মাগরিব শাখা (আরবি: تنظيم القاعدة في بلاد المغرب الإسلامي, Tanẓīm al-Qā‘idah fī Bilād al-Maghrib al-Islāmī, সংক্ষেপে:একিউআইএম) এই সংগঠনটি মালিভিত্তিক কিন্তু এর লক্ষ্য আলজেরিয়ায় তাদের শাসন প্রতিষ্ঠা করা।[1] তাদের সাম্প্রতিক কর্মকাণ্ড বেশ লক্ষণীয়। একিউআইএম আলজেরিয়া, ফ্রান্স, স্পেন ও যুক্তরাষ্ট্রের স্থাপনায় হামলা চালানোর ঘোষণা দিয়েছে। আলজেরিয়ার সরকার বলছে, এই জঙ্গিগোষ্ঠীর তৎপরতা আলজেরিয়া ছাড়িয়ে মালি, মৌরিতানিয়া, নাইজার, লিবিয়া ও চাঁদ পর্যন্ত বিস্তৃত। ফ্রান্সের দাবি, কাতার থেকে এদের সংগঠনের খরচ আসে।[2]
আল কায়েদা ইসলামি মাগরিব শাখা | |
---|---|
মাগরিব বিদ্রোহ (২০০২-বর্তমান)-এ অংশগ্রহণকারী | |
সক্রিয় | ১৯৯৮-বর্তমান |
নেতৃত্ব | আবু মুসআব আবদুল ওয়াদুদ |
কার্যক্রমের অঞ্চল | আলজেরিয়া, মালি, মৌরিতানিয়া, মরক্কো, নাইজার এবং তিউনিসিয়া |
শক্তি | ৩০০-৮০০ |
যার অংশ | আল কায়েদা |
উৎপত্তি | সলাফিস্ট গ্রুপ ফর প্রিচিং এন্ড কমব্যাট |
মিত্র | আল কায়েদা বোকো হারাম মুভমেনট ফর ওয়াননেস অ্যান্ড জিহাদ ইন ওয়েস্ট আফ্রিকা |
যুদ্ধসমূহ | মাগরিব বিদ্রোহ |
তথ্যসূত্র
- Watson, Bob (১১ এপ্রিল ২০০৭)। "Algeria blasts fuel violence fears"। সংগ্রহের তারিখ ২০১৩-০৫-২১।
- সাহারা অঞ্চলের জঙ্গি সংগঠনগুলো, দৈনিক প্রথম আলো। ঢাকা থেকে প্রকাশের তারিখ: ১৫-০২-২০১৩ খ্রিস্টাব্দ।
বহিঃসংযোগ
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.