আল কায়েদা ইসলামি মাগরিব শাখা

আল কায়েদা ইসলামি মাগরিব শাখা (আরবি: تنظيم القاعدة في بلاد المغرب الإسلامي, Tanẓīm al-Qā‘idah fī Bilād al-Maghrib al-Islāmī, সংক্ষেপে:একিউআইএম) এই সংগঠনটি মালিভিত্তিক কিন্তু এর লক্ষ্য আলজেরিয়ায় তাদের শাসন প্রতিষ্ঠা করা।[1] তাদের সাম্প্রতিক কর্মকাণ্ড বেশ লক্ষণীয়। একিউআইএম আলজেরিয়া, ফ্রান্স, স্পেন ও যুক্তরাষ্ট্রের স্থাপনায় হামলা চালানোর ঘোষণা দিয়েছে। আলজেরিয়ার সরকার বলছে, এই জঙ্গিগোষ্ঠীর তৎপরতা আলজেরিয়া ছাড়িয়ে মালি, মৌরিতানিয়া, নাইজার, লিবিয়া ও চাঁদ পর্যন্ত বিস্তৃত। ফ্রান্সের দাবি, কাতার থেকে এদের সংগঠনের খরচ আসে।[2]

আল কায়েদা ইসলামি মাগরিব শাখা
মাগরিব বিদ্রোহ (২০০২-বর্তমান)-এ অংশগ্রহণকারী
সক্রিয় ১৯৯৮-বর্তমান
নেতৃত্ব আবু মুসআব আবদুল ওয়াদুদ
কার্যক্রমের অঞ্চল আলজেরিয়া, মালি, মৌরিতানিয়া, মরক্কো, নাইজার এবং তিউনিসিয়া
শক্তি ৩০০-৮০০
যার অংশ আল কায়েদা
উৎপত্তি সলাফিস্ট গ্রুপ ফর প্রিচিং এন্ড কমব্যাট
মিত্র আল কায়েদা
বোকো হারাম
মুভমেনট ফর ওয়াননেস অ্যান্ড জিহাদ ইন ওয়েস্ট আফ্রিকা
যুদ্ধসমূহ মাগরিব বিদ্রোহ

তথ্যসূত্র

  1. Watson, Bob (১১ এপ্রিল ২০০৭)। "Algeria blasts fuel violence fears"। সংগ্রহের তারিখ ২০১৩-০৫-২১
  2. সাহারা অঞ্চলের জঙ্গি সংগঠনগুলো, দৈনিক প্রথম আলো। ঢাকা থেকে প্রকাশের তারিখ: ১৫-০২-২০১৩ খ্রিস্টাব্দ।

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.