আল কাজিমিয়া মসজিদ
আল কাজিমিয়া মসজিদ ইরাকের বাগদাদ শহরের কাজিমিয়া এলাকায় অবস্থিত একটি শিয়া অধ্যুষিত মসজিদ। এই মসজিদের ভিতরে সপ্তম শিয়া ইমাম মুসা অাল-কাজিম এবং নবম শিয়া ইমাম মুহাম্মদ আল-তাকির মাজার অবস্থিত। এই মসজিদে প্রখ্যাত ইসলামি পন্ডিত আল-শেখ আল-মুফিদ এবং নাসির আল-দিন-আল-তুসীর মাজারও রয়েছে।
আল কাজিমিয়া মসজিদ | |
---|---|
![]() | |
ধর্ম | |
অন্তর্ভুক্তি | শিয়া ইসলাম |
অবস্থান | |
অবস্থান | ![]() |
ভৌগোলিক স্থানাঙ্ক | ৩৩°২২′৪৭.৮৯″ উত্তর ৪৪°২০′১৬.৬৪″ পূর্ব |
তথ্যসূত্র
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.