আর্মি মেডিকেল কলেজ, যশোর
আর্মি মেডিকেল কলেজ, যশোর (এএমসিসি) বাংলাদেশের যশোর জেলার একটি মেডিকেল কলেজ । একটি সামরিক মেডিকেল কলেজ। বাংলাদেশ সরকার ২০১৪ সালে এটি প্রতিষ্ঠা করেন। এটি বাংলাদেশ সশস্ত্র বাহিনীর দ্বারা পরিচালিত হয় ও এটি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ কলেজ। বাংলাদেশ সেনাবাহিনীর মেডিকেল সৈন্যদলের মেজর জেনারেল কলেজের আদেশদানকারী। এতে দুই ধরনের ছাত্র রয়েছে: মেডিকেল ক্যাডেট (এএফএমসি ক্যাডেট) এবং আর্মি মেডিকেল কর্পস ক্যাডেট (এএমসি ক্যাডেট)।[১]
Army Medical College, Jessore | |
![]() | |
নীতিবাক্য | জ্ঞানই শক্তি,সেবাই ধর্ম |
---|---|
ধরন | সামরিক মেডিকেল কলেজ |
স্থাপিত | ২০১৪ |
ঠিকানা | , যশোর , বাংলাদেশ |
শিক্ষাঙ্গন | শহুরে |
অধিভুক্তি | বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
ইতিহাস
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ১৮ সেপ্টেম্বর ২০১৪ সালে মেডিকেল কলেজের নীতিগত অনুমোদন দেয়। কলেজটি আর্মি মেডিকেল কলেজ হিসেবে পরিচিত। অনুমোদন পাওয়ার পরদিন জাতীয় দৈনিকে ও দ্বিতীয় দিনে ওয়েবসাইটে শিক্ষার্থী ভর্তির বিজ্ঞপ্তি দেওয়া হয়। ১০ জানুয়ারি ২০১৫ সালে প্রধানমন্ত্রী এমবিবিএস ২০১৪-১৫ শিক্ষাবর্ষের কার্যক্রম উদ্বোধন করেন। কলেজটি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় অনুমোদিত এবং বাংলাদেশ মেডিকেল ও ডেণ্টাল কাউন্সিল স্বীকৃত। এই চিকিৎসা মহাবিদ্যালয়ে প্রতিবৎসর ১০০ জন করে ছাত্র ভর্তি করানো হয়[1][2][3]
আরো দেখুন
তথ্যসূত্র
- "PM asks ministry to maintain medical college standard"। The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০১৫-০১-১০। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-২৫।
- "প্রস্তুতি ছাড়াই ৬ মেডিকেলের যাত্রা শুরু আজ"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-২৭।
- "পাঁচ মেডিকেল কলেজ চালুর অনুমতি পেল সেনাবাহিনী"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-২৭।
বহিঃসংযোগ
- দাপ্তরিক ওয়েবসাইট -আর্মি মেডিকেল কলেজ, যশোর