যশোর সেনানিবাস
যশোর সেনানিবাস বাংলাদেশের যশোর শহরে অবস্থিত বাংলাদেশ সেনা বাহিনীর একটি সেনানিবাস। এখানে ৫৫ পদাতিক ব্রিগেডের সদরদপ্তর অবস্থিত।
যশোর সেনানিবাস | |
---|---|
যশোর | |
![]() | |
ধরন | সেনানিবাস |
সাইটের তথ্য | |
নিয়ন্ত্রন করে | বাংলাদেশ সেনাবাহিনী |
সাইটের ইতিহাস | |
যুদ্ধ | ১ |
রক্ষীসেনা তথ্য | |
বর্তমান কমান্ডার | মেজর রফিকুল ইসলাম, বিজিবিএম, পিবিজিএম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি (২০০৯) |
ইতিহাস
মুক্তিযুদ্ধের সময় এটি ছিল পাকিস্তানি বাহিনীর টর্চার সেল। ফেরদৌসী প্রিয়ভাষিণী যশোর সেনানিবাসে ধর্ষিত হন। পরবর্তীতে ভারতের পাইন ডিভিশনের সেনাবাহিনী যশোর সেনানিবাস স্বাধীন করে।
ইউনিটস
- ১ সিগন্যাল ব্যাটেলিয়ন
- ৫৫ম গোলন্দাজ ব্রিগেড
- ১০৫ তম ইনফান্ট্রি ব্রিগেড
- ৮৮তম ইনফান্ট্রি ব্রিগেড
- ২১তম ইনফান্ট্রি ব্রিগেড
- স্টেশন হেডকোয়ার্টার
- এরিয়া হেডকোয়ার্টার
প্রতিষ্ঠান
- যশোর ক্যান্টনমেন্ট কলেজ
- যশোর ক্যান্টনমেন্ট স্কুল
তথ্যসূত্র
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.