আরারিয়া লোকসভা কেন্দ্র

অররিয়া লোকসভা কেন্দ্র (হিন্দি: अररिया लोक सभा निर्वाचन क्षेत्र) হল ভারতের বিহার রাজ্যের ৪০টি লোকসভা কেন্দ্রের অন্যতম।

বিধানসভা কেন্দ্র

অররিয়া লোকসভা কেন্দ্র ছয়টি বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত। এগুলি হল:

  1. নরপতগঞ্জ
  2. রানিগঞ্জ
  3. ফোর্বসগঞ্জ
  4. অররিয়া
  5. জোকিহাট
  6. সিকতি

সাংসদ

অররিয়া লোকসভা কেন্দ্রের সাংসদদের তালিকা দেওয়া হল:[1]

  • ১৯৬২: তুল মোহন রাম, ভারতীয় জাতীয় কংগ্রেস
  • ১৯৬৭: তুল মোহন রাম, ভারতীয় জাতীয় কংগ্রেস
  • ১৯৭১: তুল মোহন রাম, ভারতীয় জাতীয় কংগ্রেস
  • ১৯৭৭: মহেন্দ্র নারায়ণ সর্দার, জনতা পার্টি
  • ১৯৮০: দুমার লাল বৈঠা, ভারতীয় জাতীয় কংগ্রেস
  • ১৯৮৪: দুমার লাল বৈঠা, ভারতীয় জাতীয় কংগ্রেস
  • ১৯৮৯: শুকদেও পাসোয়ান, জনতা দল
  • ১৯৯১: সুকদেও পাসোয়ান, জনতা দল
  • ১৯৯৬: সুকদেও পাসোয়ান, জনতা দল
  • ১৯৯৮: রামজি দাস ঋষিদেও, ভারতীয় জনতা পার্টি
  • ১৯৯৯: সুকদেও পাসোয়ান, রাষ্ট্রীয় জনতা দল
  • ২০০৪: সুকদেও পাসোয়ান, ভারতীয় জনতা পার্টি
  • ২০০৯: প্রদীপ কুমার সিং, ভারতীয় জনতা পার্টি
  • ২০১৪: তসলিম উদ্দিন, রাষ্ট্রীয় জনতা দল

নির্বাচনী ফলাফল

ভারতের সাধারণ নির্বাচন, ২০১৪: অররিয়া [2][3]
দল প্রার্থী ভোট % ±%
বিজেপি প্রদীপ কুমার সিং ২৬১৪৭৪ ২৬.৮০%
আরজেডি তসলিম উদ্দিন ৪০৭৯৭৮ ৪১.৮১%
জেডি(ইউ) বিজয় কুমার মণ্ডল ২২১৭৬৯ ২২.৭৩%
বিএসপি আব্দুল রহমান ১৭৭২৪ ১.৮২%
কাউকে নয় উপরের কাউকে নয় ১৬৬০৮ ১.৭০%
সংখ্যাগরিষ্ঠতা
ভোটার উপস্থিতি ৯৭৫৮১১ ৬১.৪৮
বিজেপি থেকে আরজেডি অর্জন করেছে ঘুরে যাওয়া

তথ্যসূত্র

  1. ""Election Commission of India""। ৩১ জানুয়ারি ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ অক্টোবর ২০১৫
  2. "General Election of India 2014, Constituencywise detail result" (PDF)। Election Commission of India। পৃষ্ঠা 55। সংগ্রহের তারিখ ২০১৫-০৯-২১
  3. "Parliamentary Constituency wise Turnout for General Election - 2014"। ECI New Delhi। সংগ্রহের তারিখ ২০১৫-০৯-২১

আরও দেখুন

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.