আমু দরিয়া

আমু দরিয়া, [আমুদরিয়া (তাজিক: Амударё - আমুদরিয়ো; ফার্সি: آمودریا - Âmudaryâ; উজবেক: Amudaryo] মধ্য এশিয়ার দীর্ঘতম নদী। দরিয়া শব্দের অর্থ বড় জলাশয়, সাগর বা নদী। আমু দারিয়া, আমু বা আমো নদী নামেও পরিচিত, এবং ঐতিহাসিকভাবে ল্যাটিন নাম ওক্সাস(Oxus) নামে পরিচিত। উখশপঞ্জ নদীর সম্মিলিত স্রোতধারায়  তাজিকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে তিগোভায়া বালাকা প্রকৃতিক রিজার্ভে এটি গঠিত হয় এবং সেখান থেকে উত্তর-পশ্চিম মুখী প্রবাহিত হয়ে  আরল সাগরের দক্ষিণদিকে পতিত হয়। প্রাচীনকালে নদীটিকে বৃহত্তর ইরান ও তুয়ারান সীমানা বলে গণ্য করা হতো।

উজবেকিস্তানের উরগেঞ্চের কাছে আমুদরিয়ার উপরে একটি সেতু।
আমু দরিয়া
দেশআফগানিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান
অববাহিকার বৈশিষ্ট্য
মোহনাআরল সাগর
প্রাকৃতিক বৈশিষ্ট্য
দৈর্ঘ্য2,400 km (1,500 mi)
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.