আমিনপুর আয়েন উদ্দিন উচ্চ বিদ্যালয়
আমিনপুর আয়েন উদ্দিন উচ্চ বিদ্যালয় | |
---|---|
![]() বিদ্যালয়ের ছবি | |
অবস্থান | |
আমিনপুর পাবনা বাংলাদেশ | |
তথ্য | |
ধরন | সরকারি বিদ্যালয় |
প্রতিষ্ঠাকাল | ১৯৬৭ |
অবস্থা | সক্রিয় |
বিদ্যালয় জেলা | পাবনা |
সেশন | জানুয়ারি-ডিসেম্বর |
চেয়ারপারসন | মোঃ জালাল উদ্দিন চৌধুরী |
প্রধান শিক্ষক | মোঃ আলমগীর হোসেন |
লিঙ্গ | ছেলে, মেয়ে |
বয়সসীমা | মাধ্যমিক |
শিক্ষার্থী সংখ্যা | ১৩০০ |
শ্রেণী | ৬-১০ |
শিক্ষাদানের মাধ্যম | জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড |
ভাষার মাধ্যম | বাংলা |
ভাষা | বাংলা |
ক্যাম্পাসের ধরন | শহুরে |
ক্রীড়া | ক্রিকেট, ফুটবল |
পাবনা জেলার বেড়া উপজেলার একটি বিদ্যালয়।
ইতিহাস
পাবনা জেলার বেড়া উপজেলা, আমিনপুর থানাধীন এ অঞ্চলের ও পার্শ্ববর্তী গ্রামের শিক্ষানুরাগী ব্যক্তিগণ শিক্ষার আলো প্রসারের জন্য আমিনপুর গ্রামে একটি মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠার স্বপ্ন দেখেন। অত:পর এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সমর্থনে বিশিষ্ট দানশীল ব্যক্তি মরহুম আয়েন উদ্দিন চৌধুরীর নাম করণে ১৯৬৭ সালে আমিনপুর আয়েন উদ্দিন উচ্চ বিদ্যালয় নামে একটি বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয়টি ১৯৭৩ সালে নিম্ন মাধ্যমিক বিদ্যালয় হিসাবে এবং ১৯৭৫ সালে মাধ্যমিক বিদ্যালয় হিসাবে স্বীকৃতি লাভ করে। বিদ্যালয়টি ১৯৮৫ সালের জুলাই মাসে এম.পি.ও ভূক্ত হয়।
অর্জন
২০১১ ইং সালে বেড়া উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান সমূহের মধ্যে এস.এস.সি ফলাফলের ভিত্তিতে সেকায়েপ প্রকল্প কর্তৃক শিক্ষকক উদ্দীপনা পুরুষ্কার ও শিক্ষা প্রতিষ্ঠান পুরুষ্কার পাওয়ার গৌরব অর্জন করে। বিদ্যালয়ের কমিটি, শিক্ষক/কর্মচারীদের অক্লান্ত পরিশ্রমের ফলে এটি "আমিপুর থানার" অন্যতম সেরা স্কুলে পরিণত হয়েছে! [1]
প্রতিষ্ঠাতা
মরহুম আয়েন উদ্দিন চৌধুরি ১৯৬৭ সালে আমিনপুর আয়েন উদ্দিন উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন।
অবস্থান
আমিনপুর আয়েন উদ্দিন উচ্চ বিদ্যালয় আমিনপুর থানায় অবস্থিত।এটি আমিনপুর বাজারের সন্নিকটে আত্রাই নদীর পাশেই অবস্থিত।
ভবনসমূহ
এই স্কুলে রয়েছে মোট ৬টি ভবন। তার মধ্যে ২টি বিশাল টিনশেডের এবং ২টি দ্বি-তল বিশিষ্ট, ১টি একতল বিশিষ্ট ও অন্যটি নির্মাণাধীন ৪তল বিশিষ্ট।