আব্দুল বাতেন মজুমদার কোমল
আব্দুল বাতেন মজুমদার কমল (জন্ম: ২ আগস্ট ১৯৮৭) একজন বাংলাদেশী ফুটবলার যিনি ঢাকা আবাহনীর হয়ে আক্রমণভাবে খেলে থাকেন। কমল বাংলাদেশ জাতীয় ফুটবল দলও আক্রমণভাগ ও মিডফিল্ডার হিসাবে খেলেন।[1]
ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | আব্দুল বাতেন মজুমদার কমল | ||
জন্ম | ২ আগস্ট ১৯৮৭ | ||
জন্ম স্থান | বাংলাদেশ | ||
উচ্চতা | ১৬৫ সেমি | ||
মাঠে অবস্থান | ফরোয়ার্ড, মিডফিল্ডার | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান ক্লাব | ঢাকা আবাহনী | ||
জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ী জীবন* | |||
বছর | দল | উপস্থিতি† | (গোল)† |
২০০৩ - ০৫ | বাশাবো ক্লাব | ||
২০০৫ - ০৭ | ফকিরাপুল যুব ক্লাব | ||
২০০৮ - ১০ | মোহামেডান | ||
২০১০ - ১২ | শেখ জামাল ধানমন্ডি ক্লাব | ||
২০১২- | ঢাকা আবাহনী | ||
জাতীয় দল | |||
২০০৮– | বাংলাদেশ জাতীয় ফুটবল দল | ১৯ | (১) |
|
ক্যারিয়ার
কোমল ২০০৮ সালে সাফ গেমসে প্রথম কোন আন্তর্জাতিক ম্যাচ খেলে। সেখানে তিনি ২০ নাম্বার জার্সি নিয়ে ৩টি ম্যাচে অংশ গ্রহণ করেন। তিনি ২০১৪ ফিফা বিশ্বকাপ বাছাইপর্বে খেলেন।[2] তিনি বাংলাদেশ দলে হয়ে প্রথম গোল করেন এএফসি চ্যালেঞ্জ কাপ বাছাইপর্বে মায়ানমারের বিপক্ষে।
আন্তর্জাতিক গোল
# | তারিখ | স্থান | প্রতিপক্ষ | স্কোর | ফলাফল | প্রতিযোগিতা |
---|---|---|---|---|---|---|
১. | ২৩ মার্চ ২০১১ | রেঙ্গুন, মায়ানমার | ![]() | এএফসি চ্যালেঞ্জ কাপ বাছাইপর্ব |
তথ্যসূত্র
বহিঃসংযোগ
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.