আবু মুসআব আল-যারকাউয়ি

আবু মুসআব আল-যারকাউয়ি (আরবি: أبومصعب الزرقاوي‎) (৩০শে অক্টোবর, ১৯৬৬ - ৭ই জুন, ২০০৬) একজন জর্ডানীয় সামরিক ইসলামপন্থী যিনি আফগানিস্তানে একটি সামরিক ক্যাম্প পরিচালনা করতেন। জন্মের সময় তার নাম ছিল আহ্‌মাদ ফাদায়িল আন-নাজাল আল-খালাইলাহ্‌। ইরাকে যাওয়ার পর তিনি পরিচিত হয়ে উঠেন। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র এবং জর্ডান সরকার তাকে বেশ কিছু কোমা হামলা এবং ইরাক যুদ্ধ চলাকালীন সময়ে উপর্যুপরী বিভিন্ন হামলার দায়ে অভিযুক্ত করে। ধারণা করা হয় তিনি জামায়াত আত-তাওহিদ ওয়াল জিহাদ নামে একটি গ্রুপ তৈরি করেছিলেন যা ১৯৯০-এর দশকে ইরাকে আল-কায়েদা নামে পরিচিত লাভ করে। ২০০৬ সালে মৃত্যুর আগ পর্যন্ত তিনি এই দলের নেতৃত্ব দিয়ে গেছেন বলে বিশ্বাস করা হয়।

আবু মুসআব আল-যারকাউয়ি
মৃত আল-যারকাউয়ি
জন্মের নামআহ্‌মাদ ফাদায়িল আন-নাজাল আল-খালাইলাহ্‌
জন্ম৩০শে অক্টোবর, ১৯৬৬ ঈসাব্দ
আম্মান, জর্ডান
মৃত্যু৭ জুন ২০০৬(2006-06-07) (বয়স ৩৯)
বাকুবা, ইরাক
আনুগত্যইসলামবাদ
কার্যকাল১৯৮৯-২০০৬
ইউনিটজামায়াত আত-তাওহিদ ওয়াল জিহাদ
আল কায়েদা ইরাক শাখা

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.