আবদুল খালেক (ফুটবলার)

আবদুল খালেক (মৃত্যু: ১৪ জুন ২০১৯; অপর নাম হাজি খালেক) বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি বাংলাদেশের প্রথম ফুটবল দল স্বাধীন বাংলা ফুটবল দলের একজন ফুটবলার হিসেবে ১৯৭১ সালে ভারতে ফুটবল ম্যাচে অংশ নেন। [1]

আবদুল খালেক
হাজি খালেক
মৃত্যু১৪ জুন ২০১৯
জাতীয়তাবাংলাদেশী
নাগরিকত্ব বাংলাদেশ
পেশাফুটবলার
পরিচিতির কারণফুটবলার মুক্তিযোদ্ধা

প্রারম্ভিক জীবন

হাজি খালেককের জন্ম সাতক্ষীরার লস্করপাড়া মহল্লায়। তার পাঁচ পুত্র ও তিন কন্যা সন্তান রয়েছে।[2]

অসুস্থতা ও মৃত্যু

ফুটবলার আবদুল খালেক পায়ে গ্যাংক্রিন আক্রান্ত হওয়ার পর দীর্ঘদিন অসুস্থ ছিলেন। চিকাৎসাধীন অবস্থায় ১৪ জুন ২০১৯ তারিখে মৃত্যুবরণ করেন। পরে মুক্তিযোদ্ধা হিসেবে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়।

তথ্যসূত্র

  1. "অভিমান নিয়ে চলে গেলেন খালেক"দৈনিক কালের কণ্ঠ। ১৬ জুন ২০১৯। সংগ্রহের তারিখ ১৬ জুন ২০১৯
  2. "চলে গেলেন স্বাধীন বাংলা ফুটবল দলের হাজি খালেক"দৈনিক ইত্তেফাক। ১৫ জুন ২০১৯। সংগ্রহের তারিখ ১৬ জুন ২০১৯
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.