আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান বিশ্ব ক্রিকেট অঙ্গনের সর্বোচ্চ পরিচালনা পরিষদ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সর্বোচ্চ স্থানীয় পদবীবিশেষ। ২০১৪ সালে আইসিসি’র ব্যবস্থাপনায় ব্যাপক রদ-বদল ঘটিয়ে ও পুণর্গঠনের মাধ্যমে এ পদ সৃষ্টি করা হয়।[1] আইসিসি পরিচালনা পরিষদের প্রধান হচ্ছেন একজন সভাপতি।[2] পূর্বে আইসিসি সভাপতি সংগঠনের প্রধান ছিলেন। কিন্তু ২০১৪ সালে ‘বিগ থ্রী’ নামে পরিচিত ইংল্যান্ড, ভারতঅস্ট্রেলিয়া নিয়ন্ত্রণভার গ্রহণ করে গঠনতন্ত্রের পরিবর্তনের ফলে ব্যাপক অর্থে মূলতঃ সম্মানিত পদে পরিণত হয়েছে।[3] সাবেক বিসিসিআই সভাপতি এন. শ্রীনিবাসন ২৬ জুন, ২০১৪ তারিখে প্রথম চেয়ারম্যানরূপে দায়িত্বভার গ্রহণ করেন।[4] এরপর ২২ নভেম্বর, ২০১৫ তারিখ থেকে বিসিসিআইয়ের নতুন সভাপতি শশাঙ্ক মনোহর এ দায়িত্বে রয়েছেন।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল চেয়ারম্যান
উদ্বোধনী ধারকএন. শ্রীনিবাসন
গঠন২০১৪

চেয়ারম্যানের তালিকা

নাম দেশ দায়িত্ব লাভ দায়িত্ব হস্তান্তর সময়কাল
Dordain এন. শ্রীনিবাসন Dordain ভারত 2003২৬ জুন, ২০১৪ 2003২২ নভেম্বর, ২০১৫ 2003৫১৩ দিন
Dordainশশাঙ্ক মনোহর Dordain ভারত 2003২২ নভেম্বর, ২০১৫ 2003জুন, ২০১৮ 2003নির্ধারিত হয়নি

তথ্যসূত্র

  1. "ICC moves to reduce role of president"। ESPNCricinfo। সংগ্রহের তারিখ ২৭ জুন ২০১৫
  2. "ICC Board of Directors"। ICC। ৩০ জুন ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ জুন ২০১৫
  3. "Srinivasan becomes first ICC chairman post revamp"। The Hindu। সংগ্রহের তারিখ ২৭ জুন ২০১৫
  4. "Srinivasan takes over as chairman of ICC"। Reuters। সংগ্রহের তারিখ ২৭ জুন ২০১৫

আরও দেখুন

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.