আন্তঃহ্যালোজেন যৌগ
আন্তঃহ্যালোজেন যৌগ দুটি হ্যালোজেন মৌলের পারস্পরিক বিক্রিয়ার দ্বারা গঠিত হয়। যেমন:FeBr3,IF7 ইত্যাদি। সাধারণতঃ তিন বা ততোধিক হ্যালোজেন মৌল দ্বারা গঠিত কোনো আন্তঃহ্যালোজেন পাওয়া যায় না, যদিও কিছু সূত্র দাবী করে যে IFCl
2 এবং IF
2Cl যৌগের অস্তিত্ব আছে,[1] এবং তত্ত্বগতভাবে বলা যায় যে BrClF
n প্রকৃতির যৌগ সুস্থিত।[2]
প্রকারভেদ
আন্তঃহ্যালোজেন যৌগগুলির গঠনের ভিত্তিতে এদের চার ভাগে ভাগ করা হয়: ১.XX',২.XX'3,৩.XX'5,৪.XX'7
গঠন সংকেত | উদাহরণ | সংকরায়ণ | ত্রিমাত্রিক গঠনাকৃতি |
---|---|---|---|
XX' | IF,ClF ইত্যাদি | sp3 | সরলরৈখিক |
XX'3 | BrF3,ClF3 ইত্যাদি | sp3d | আনমিত (Bent) T-আকৃতিবিশিষ্ট |
XX'5 | ClF5,BrF5 ইত্যাদি | sp3d2 | বর্গ পিরামিডীয় |
XX'7 | IF7 ইত্যাদি | sp3d3 | পঞ্চকোণীয় দ্বিপিরামিডীয় |

আয়োডিন মনোক্লোরাইড(ICl)

ক্লোরিন ট্রাইফ্লুরাইড(ClF3)

ব্রোমিন পেন্টাফ্লুরাইড(BrF5)

আয়োডিন হেপ্টাফ্লুরাইড(IF7)
ব্যবহার
1. আন্তঃহ্যালোজেন যৌগগুলি নির্জল বা অজলীয় দ্রাবক হিসাবে ব্যবহৃত হয়।
2.ClF3,BrF3 প্রভৃতি যৌগগুলি ভালো ফ্লুরিনেটিং বিকারক।যেমন: U(s)+3ClF3(l)→UF6(g)+3ClF(g)
3.চর্বি ও তেল-এর আয়োডিন সংখ্যা নির্ণয় করতে ICl ব্যবহার করা হয়।[3]
তথ্যসূত্র
- Greenwood, N. N.; Earnshaw, A. (১৯৯৭)। Chemistry of the Elements (2nd সংস্করণ)। Butterworth-Heinemann। পৃষ্ঠা 824। আইএসবিএন 0080379419।
- দ্বাদশ রসায়ন
- Chhaya Chemistry:Class XII
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.