আড়ং (ব্র্যাক)

আড়ং বাংলাদেশের একটি হস্ত ও কারুশিল্প ব্যবসায় প্রতিষ্ঠান।[3] ব্র্যাকের পরিচালক ফজলে হাসান আবেদ ১৯৭৮ সালের ১৮ ডিসেম্বর আড়ং প্রতিষ্ঠা করেন।[1] বর্তমানে ঢাকা, চট্টগ্রামসহ বাংলাদেশের ৮টি শহরে আড়ং-এর মোট ২১টি শাখা রয়েছে।

আড়ং
এনজিও
শিল্পপোষাক, গহনা, গৃহস্থালী ও আনুষঙ্গিক উপকরণ, নকশা, নারী উন্নয়ন ও অর্থনৈতিক ক্ষমতায়ন
প্রতিষ্ঠাকালঢাকা, বাংলাদেশ (১৮ ডিসেম্বর ১৯৭৮ (1978-12-18))[1]
প্রতিষ্ঠাতাআয়েশা আবেদ
মার্থা চেন
সদরদপ্তর৩৪৬, তেজগাঁও বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ[2]
অবস্থানে সংখ্যা
২১টি (ঢাকা, বগুড়া, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, খুলনা, কুমিল্লা, সিলেটময়মনসিংহে ২০টি আড়ং ও ধানমণ্ডিতে ১টি তাগা আউটলেট)[2]
বাণিজ্য অঞ্চল
বাংলাদেশ
প্রধান ব্যক্তি
শিলু আবেদ, প্রতিষ্ঠাতা
ফজলে হাসান আবেদ, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, ব্র‍্যাক
ড. মুহাম্মদ মুসা, নির্বাহী পরিচালক, ব্র‍্যাক
তামারা হাসান আবেদ, জ্যেষ্ঠ পরিচালক, ব্র‍্যাক
মোহাম্মদ আশরাফুল ইসলাম, প্রধান পরিচালন কর্মকর্তা
শশী কুমার, পরিচালন প্রধান, এএএফ
পণ্যসমূহপোশাক
গহনা
কাপড়
হস্তশিল্প
চামড়া শিল্প
জুতা
গৃহস্থালী সামগ্রী
আয়২০ মিলিয়ন মার্কিন ডলার (২০১২ অর্থবছর)
বিভাগসমূহতাগা
ওয়েবসাইটwww.aarong.com
আড়ঙের জমিদার গিন্নী পুতুল।

সমালোচনা

২০১৯ সালের জুন মাসের ৩ তারিখে নির্ধারিত দামের দ্বিগুণ দামে পণ্য বিক্রির অভিযোগের প্রমাণ পেয়ে আড়ংয়ের উত্তরা শাখাকে চার লাখ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর এবং শাখাটি একদিনের জন্য বন্ধ রাখার নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত।[4] এর আগেও ২০১৮ সালের ১৮ ফেব্রুয়ারি বনানীর ব্লক-জির দুই নম্বর রোডের হোল্ডিং নং-১১ এর দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ তলার কমন স্পেস (আবশ্যিক উন্মুক্ত স্থান) শো-রুমের কাজে ব্যবহার করায় পোশাকশিল্প প্রতিষ্ঠান ‘আড়ং’কে দুই লাখ টাকা জরিমানা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।[5] জরিমানা করার ২৪ ঘন্টার মাঝেই সেই ম্যাজিস্ট্রেটকে বদলি করা হয়।

তথ্যসূত্র

  1. "আড়ংয়ের চার দশক"। আলোর নকশা, ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী সংখ্যা, প্রথম আলো। পৃষ্ঠা ৪। ৬ নভেম্বর ২০১৮।
  2. http://www.aarong.com
  3. "আড়ং – দেশের সর্ববৃহৎ মোমবাতির সংগ্রহশালা"Newspaper1971.com। Newspaper1971.com। ২৪ জানুয়ারি ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ জানুয়ারি ২০১৬ Authors list-এ |প্রথমাংশ1= এর |শেষাংশ1= নেই (সাহায্য)
  4. "আড়ংয়ে দ্বিগুণ দামে পণ্য বিক্রি, উত্তরা শাখা এক দিনের জন্য বন্ধ"আমাদের সময়। ৩ জুন ২০১৯। সংগ্রহের তারিখ ৩ জুন ২০১৯
  5. "বনানীতে আড়ংকে দুই লাখ টাকা জরিমানা"। Bangla Tribune। সংগ্রহের তারিখ ১০ জুন ২০১৯
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.