আগরতলা বইমেলা

আগরতলা বইমেলা ত্রিপুরার রাজধানী আগরতলায় ত্রিপুরা সরকার কর্তৃক আয়োজিত একটি আন্তর্জাতিক বইমেলা। ১৯৮১ সালের ৩০ মার্চ এই মেলা প্রথম শুরু হয়েছিল। এই বার্ষিক মেলা প্রতি বছর ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহ বা মার্চ মাসে হয়ে থাকে। বর্তমানে এই মেলা আগরতলা শিশু উদ্যানে অনুষ্ঠিত হয়। কলকাতার অত্যন্ত সমাদৃত মেল আন্তর্জাতিক কলকাতা পুস্তকমেলা'র মতই আগরতলা বইমেলা ত্রিপুরাতে খুব জনপ্রিয়।

৩৬তম আগরতলা বইমেলার মূল মঞ্চ
আগরতলা আন্তর্জাতিক বইমেলা
মূল মঞ্চ
ত্রিপুরা সরকারের স্ট্যান্ড
৩৬ তম আগরতলা আন্তর্জাতিক বইমেলার মূল মঞ্চ ও ত্রিপুরা সরকারের স্ট্যান্ড
মেলার ধরণবইমেলা
স্থানমেলার মাঠ, আগরতলা
সূচনা৩০ মার্চ ১৯৮১
আয়োজকত্রিপুরা সরকার ও বই প্রকাশক
২০১৮২ মার্চ ২০১৮ থেকে ১৩ মার্চ ২০১৮
বছর পূর্তি৩৬ তম (২০১৮)

ইতিহাস

বইমেলায় ত্রিপুরা সরকারের স্ট্যান্ড, ২০১৮ সালে

১৯৮১ সালে আগরতলা বইমেলা সরকারিভাবে শুরু হলেও অনেকের মতে ১৯৬১ সালে বিলোনীয়া বিদ্যাপীঠ স্কুলের মাঠে প্রথম এই বইমেলার আযোজন হয়েছিল। ১৯৬৪ সালে সোনামুড়া এন সি ইন্সটিটিউশন এই বইমেলার আযোজন করা হয়, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বই বিক্রয়ের জন্য একটি স্টলের ব্যবস্থা করা হযেছিল। তাছাড়া ১৯৭৮ সালে বিশ্ব যুব উৎসব উপলক্ষে কয়েকটি স্টলের মাধ্যমে ক্ষুদ্র বইমেলা অনুষ্ঠিত হয়। এরপর ৩০ মার্চ ১৯৮১-তে সরকারি সহায়তায় রবীন্দ্রশতবার্ষিকী ভবনে আনুষ্ঠানিকভাবে এই মেলার উদ্বোধন হয়।

অংশগ্রহণকারী

আগরতলা বইমেলায় সারিবদ্ধ বইয়ের স্টল
ত্রিপুরা ইউনিভার্সিটির স্টল
কলকাতার পুস্তক প্রকাশনীর স্টল

সাংস্কৃতিক অনুষ্ঠান

ত্রিপুরা সরকারের তথ্য ও পর্যটন দপ্তর এই মেলায় প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান আযোজন করে থাকে।

তথ্যসূত্র

    বহিঃসংযোগ

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.