আ ব্রিফ হিস্ট্রি অব টাইম (চলচ্চিত্র)

আ ব্রিফ হিস্ট্রি অব টাইম (ইংরেজি: A Brief History of Time, প্রতিবর্ণী. এ ব্রিফ হিস্‌ট্রি অভ্‌ টাইম, অনুবাদ 'কালের সংক্ষিপ্ত ইতিহাস') হল ১৯৯১ সালের জীবনীমূলক প্রামাণ্য চলচ্চিত্র। পদার্থবিদ স্টিভেন হকিংয়ের জীবনী অবলম্বনে চলচ্চিত্রটি পরিচালনা করেছেন এরল মরিস[2] চলচ্চিত্রটির শিরোনাম নেওয়া হয়েছে হকিংয়ের সর্বোচ্চ বিক্রিত বই আ ব্রিফ হিস্টরি অব টাইম-এর শিরোনাম থেকে। বইটিতে মূলত বিশ্বতত্ত্বের ব্যাখ্যা ছিল, কিন্তু চলচ্চিত্রটি হকিংয়ের জীবনী নিয়ে, যেখানে তার পরিবারের সদস্য, সহকর্মী এবং তার শৈশবের ধাত্রীর সাক্ষাৎকার নেওয়া হয়েছে। সঙ্গীতের সুর করেছেন ফিলিপ গ্লাস। চলচ্চিত্রটি সানড্যান্স চলচ্চিত্র উৎসবে প্রামাণ্যচিত্র বিভাগে সানড্যান্স গ্র্যান্ড জুরি পুরস্কার লাভ করে।

আ ব্রিফ হিস্ট্রি অব টাইম
চিত্র:আ ব্রিফ হিস্ট্রি অব টাইম ভিডিও প্রচ্ছদ.jpg
ভিডিও ক্যাসেট প্রচ্ছদ
A Brief History of Time
পরিচালকএরল মরিস
প্রযোজক
  • ডেভিভ হিকম্যান
  • নির্বাহী:
  • গর্ডন ফ্রিডম্যান
  • কলিং ইউয়িং
রচয়িতাস্টিভেন হকিং
উৎসস্টিভেন হকিং কর্তৃক 
আ ব্রিফ হিস্টরি অব টাইম
শ্রেষ্ঠাংশেস্টিভেন হকিং
সুরকারফিলিপ গ্লাস
চিত্রগ্রাহক
  • জন বেইলি
  • স্টেফান জাপ্‌স্কি
সম্পাদকব্র্যাড ফুলার
প্রযোজনা
কোম্পানি
  • অ্যাম্বলিন এন্টারটেইনমেন্ট
  • অ্যাংলিয়া টেলিভিশন
  • চ্যানেল ফোর ফিল্মস
  • এলস্ট্রি স্টুডিওজ
  • টোকিও ব্রডকাস্টিং সিস্টেম
পরিবেশকট্রাইটন পিকচার্স
মুক্তি
  • অক্টোবর ১৯৯১ (1991-10) (লস অ্যাঞ্জেলেস)
  • জানুয়ারি ১৯৯২ (1992-01) (সানড্যান্স)
  • ২১ আগস্ট ১৯৯২ (1992-08-21)
দৈর্ঘ্য৮০ মিনিট
দেশ
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • জাপান
ভাষাইংরেজি
আয়$২.৩ মিলিয়ন[1]

প্রতিক্রিয়া

আ ব্রিফ হিস্ট্রি অব টাইম মূলত ইতিবাচক সমালোচনা অর্জন করে। পর্যালোচনা সংগ্রাহক ওয়েবসাইট রটেন টম্যাটোস-এ ১৭টি পর্যালোচনার ভিত্তিতে চলচ্চিত্রটির বর্তমান রেটিং ৯৪%।[3] মেটাক্রিটিক-এ ১২ জন সমালোচকের পর্যালোচনার ভিত্তিতে চলচ্চিত্রটির রেটিং ৭৮/১০০, যা মূলত "ইতিবাচক পর্যালোচনা"র ইঙ্গিত দেয়।[4] চলচ্চিত্র সমালোচক রজার ইবার্ট চলচ্চিত্রটিকে ২.৫/৪ রেটিং প্রদান করেন এবং পরিচালক মরিসের সাক্ষাৎকার প্রদানকারীদের তার তৈরিকৃত সেটে সাক্ষাৎকার গ্রহণের সমালোচনা করেন।[5]

প্রাপ্যতা

চলচ্চিত্রটি ১৯৯০-এর দশকের শুরুর দিকে ভিডিও ক্যাসেট ফরম্যাটে মুক্তি দেওয়া হয়। ক্রাইটেরিওন কালেকশন ২০১৪ সালের ১৫ এপ্রিল একটি ইস্যু মুক্তি দেয়।[6]

তথ্যসূত্র

  1. "A Brief History of Time (1992)"বক্স অফিস মোজো (ইংরেজি ভাষায়)। ইন্টারনেট মুভি ডেটাবেজ। সংগ্রহের তারিখ ১৫ মার্চ ২০১৮
  2. "A Brief History of Time Transcript" (ইংরেজি ভাষায়)। ErrolMorris.com। ২০০৯। সংগ্রহের তারিখ ১৫ মার্চ ২০১৮
  3. "A Brief History of Time"রটেন টম্যাটোস (ইংরেজি ভাষায়)। Flixster। সংগ্রহের তারিখ ১৫ মার্চ ২০১৮
  4. "A Brief History of Time"মেটাক্রিটিক (ইংরেজি ভাষায়)। CBS Interactive। সংগ্রহের তারিখ ১৫ মার্চ ২০১৮
  5. ইবার্ট, রজার (২৮ আগস্ট ১৯৯২)। "A BRIEF HISTORY OF TIME"রজার ইবার্ট.কম (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৫ মার্চ ২০১৮
  6. "A Brief History of Time"The Criterion Collection (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৫ মার্চ ২০১৮

বহিঃসংযোগ

পুরস্কার
পূর্বসূরী
আমেরিকান ড্রিম
সানড্যান্স গ্র্যান্ড জুরি পুরস্কার: প্রামাণ্যচিত্র
১৯৯২
উত্তরসূরী
চিলড্রেন অব ফেট: লাইফ অ্যান্ড ডেথ ইন আ সিসিলিয়ান ফ্যামিলি
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.