অ্যালেক্স সং
আলেকজান্দ্রে দিমিত্রি সং বিলং (জন্ম: সেপ্টেম্বর ৯, ১৯৮৭) একজন ক্যামেরুনীয় ফুটবলার যিনি রাশিয়ার ক্লাব রুবিন কাযান এবং ক্যামেরুন জাতীয় দলের হয়ে একজন মিডফিল্ডার হিসেবে খেলেন।
![]() ২০১৪ সালে ওয়েস্ট হ্যামের হয়ে খেলার সময় সং | |||
ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | আলেকজান্দ্রে দিমিত্র সং বিলং[1] | ||
জন্ম | [2] | ৯ সেপ্টেম্বর ১৯৮৭||
জন্ম স্থান | ডুয়ালা, ক্যামেরুন | ||
উচ্চতা | ১.৮৫ মিটার (৬ ফুট ১ ইঞ্চি)[3] | ||
মাঠে অবস্থান | মিডফিল্ডার | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান ক্লাব | রুবিন কাযান | ||
জার্সি নম্বর | ৮ | ||
যুব পর্যায়ের খেলোয়াড়ী জীবন | |||
২০০১–২০০৪ | বাস্তিয়া | ||
জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ী জীবন* | |||
বছর | দল | উপস্থিতি† | (গোল)† |
২০০৪–২০০৬ | বাস্তিয়া | ৩২ | (০) |
২০০৫–২০০৬ | → আর্সেনাল (ধারে) | ৫ | (০) |
২০০৬–২০১২ | আর্সেনাল | ১৩৮ | (৭) |
২০০৭ | → কার্লটন অ্যাথলেটিক (ধারে) | ১২ | (০) |
২০১২–২০১৬ | বার্সেলোনা | ৩৯ | (১) |
২০১৪–২০১৫ | → ওয়েস্ট হ্যাম (ধারে) | ২৮ | (০) |
২০১৫– ২০১৬ | → ওয়েস্ট হ্যাম (ধারে) | ১২ | (০) |
২০১৬– | রুবিন কাযান | ২ | (০) |
জাতীয় দল‡ | |||
২০০২–২০০৩ | ফ্রান্স অনূর্ধ্ব ১৬ | ৬ | (০) |
২০০৩–২০০৪ | ক্যামেরুন অনূর্ধ্ব ১৭ | ৩ | (০) |
২০০৮ | ক্যামেরুন অনূর্ধ্ব ২৩ | ৩ | (০) |
২০০৫– | ক্যামেরুন | ৪৯ | (০) |
† উপস্থিতি(গোল সংখ্যা)। |
তথ্যসূত্র
- "Statistics" (PDF)। Laliga League। সংগ্রহের তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০১৩।
- "Song"। FootballDatabase। সংগ্রহের তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০১৩।
- "Player Profile: Alex Song"। ফুটবল ক্লাব বার্সেলোনা। ২৩ আগস্ট ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০১৩।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.