অ্যান্টোনিও লিমা দস সান্তোস
অ্যান্টোনিও লিমা দস সান্তোস (পর্তুগিজ: Antônio Lima dos Santos) যিনি লিমা নামে অধিক পরিচিত, (জন্মঃ জানুয়ারি ১৮, ১৯৪২) হলেন ব্রাজিলিয় ফুটবল খেলয়াড়। তিনি ব্রাজিল দলের হয়ে ৬টি ক্যাপ অর্জন করেছেন। ১৯৬৬ সালে তিনি ব্রাজিলের হয়ে ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করেন। তিনি এফসি দলের ৭০০টি খেলায় অংশগ্রহণ করেন। তিনি জুভেন্টাস, সান্তোস, ফ্লুমিনিজ এবং পর্তুগুয়েসা সান্তিস্তা ক্লাবের হয়ে খেলেছেন।
.png)
লিমা, মে ১৯৬৩
তথ্যসূত্র
বহিঃসংযোগ
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.