অ্যান শার্লি (অভিনেত্রী)
অ্যান শার্লি (ইংরেজি: Anne Shirley; জন্ম: ডন ইভলিন প্যারিস, ১৭ এপ্রিল ১৯১৮ - ৪ জুলাই ১৯৯৩) ছিলেন একজন মার্কিন অভিনেত্রী। তিনি ডন ওডে নামে শিশুশিল্পী হিসেবে কাজ শুরু করেন এবং পরে অ্যান অব গ্রিন গেবলস (১৯৩৪) চলচ্চিত্রে তার অভিনীত চরিত্রের নামটিই তার নাম হিসেবে গ্রহণ করেন। তিনি ১৯৩৭ সালে স্টেলা ডালাস চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রীর জন্য একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন।
অ্যান শার্লি | |
---|---|
![]() স্টুডিওর প্রচারণামূলক ছবিতে শার্লি | |
জন্ম | ডন ইভলিন প্যারিস ১৭ এপ্রিল ১৯১৮ নিউ ইয়র্ক সিটি, মার্কিন যুক্তরাষ্ট্র |
মৃত্যু | ৪ জুলাই ১৯৯৩ ৭৫) লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র | (বয়স
মৃত্যুর কারণ | ফুসফুসের ক্যান্সার |
অন্যান্য নাম | ডন ওডে |
পেশা | অভিনেত্রী |
কার্যকাল | ১৯২২-১৯৪৩ |
দাম্পত্য সঙ্গী | জন পেইন (বি. ১৯৩৭; বিচ্ছেদ. ১৯৪২) অ্যাড্রিয়ান স্কট (বি. ১৯৪৫; বিচ্ছেদ. ১৯৪৮) চার্লস লেডেরার (বি. ১৯৪৯; মৃ. ১৯৭৬) |
সন্তান | ২, জুলি পেইন-সহ |
শার্লি ১৯৪৪ সালে মাত্র ২৬ বছর বয়সে অভিনয় থেকে অবসর নেন। বাকি জীবন তিনি লস অ্যাঞ্জেলেসে কাটান এবং সেখানেই তিনি মৃত্যুবরণ করেন।[1]
তথ্যসূত্র
- শিপম্যান, ডেভিড (৮ জুলাই ১৯৯৩)। "Obituary: Anne Shirley"। দি ইন্ডিপেন্ডেন্ট। সংগ্রহের তারিখ ১৭ এপ্রিল ২০১৯।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.