অ্যাকশন (চলচ্চিত্র)
অ্যাকশন হচ্ছে ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত একটি ভারতীয় বাংলা ভাষার মারপিটধর্মী চলচ্চিত্র। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন সায়ন্তন মুখার্জী ও টি সরকার প্রোডাকশনের ব্যানারে প্রযোজনা করেছেন শ্রীমতী মুকুল রায়। এটি ২০১৪ সালের ২৯ আগস্ট মুক্তি পায়।[1]
অ্যাকশন | |
---|---|
![]() অ্যকশন চলচ্চিত্রের লোগো | |
পরিচালক | সায়ন্তন মুখার্জী |
প্রযোজক | শ্রীমতী মুকুল রায় |
শ্রেষ্ঠাংশে |
|
সুরকার | আকাশ সেন |
চিত্রগ্রাহক | কিরণ |
সম্পাদক | মহঃ কালাম |
প্রযোজনা কোম্পানি | টি সরকার প্রোডাকশন |
পরিবেশক | টি সরকার প্রোডাকশন |
মুক্তি |
|
দেশ | ![]() |
ভাষা | বাংলা |
কাহিনী সংক্ষেপ
রাকা ২০ বছর বয়সী একজন কয়লা মাফিয়া। কলেজ ছাত্র আকাশ তার প্রেম প্রত্যাখান করে।এতে রাকা তার জীবন নরকে পরিণত করে। তাই আকাশ রাকার থেকে পালায় ও কলকাতার কলেজে যোগ দেয় রোহিত রায় নামে। সেখানে তার রিনির সাথে দেখা হয় ও তাদের প্রেম হয়। এভাবেই চলচ্চিত্রটির গল্প এগিয়ে যায়।[2]
অভিনয়
- ওম - আকাশ
- মেঘা চক্রবর্তী - রিনি[3]
- বরখা বিস্ত সেনগুপ্ত - রাকা
- অপূর্ব রায়
- খরাজ মুখোপাধ্যায় - অধ্যক্ষ
- নুসরাত জাহান - আইটেম নাম্বার; চিকেন তান্দুরী গানে বিশেষ উপস্থিতি[4]
তথ্যসূত্র
- "T Sarkar Productions Pvt Ltd"। www.facebook.com। সংগ্রহের তারিখ ২০১৯-০৩-১০।
- "Action Movie Review {2.5/5}: Critic Review of Action by Times of India"।
- "Megha Chakraborty transforms into a Marwari bahu - Times of India"। The Times of India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৩-১০।
- "আইটেমকন্যা নুসরাত"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৯-০৩-১৮।
- siteadmin। "টালির আকাশ জয় করছেন আকাশ | Popular24News"। সংগ্রহের তারিখ ২০১৯-০৩-১০।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.