অলকা দাশ
অলকা দাশ[3] হচ্ছেন বাংলাদেশের সঙ্গীত শিল্পে একজন শাস্ত্রীয় কণ্ঠশিল্পী যিনি ১৯৪৬ সালে কুমিল্লায় জন্মগ্রহণ করেন। জাতীয় গণমাধ্যমে বেশিরভাগ সময়েই অপ্রচলিত রাগ রাগিণীসমূহ গাইবার জন্য তিনি সুপরিচিত।
অলকা দাশ | |
---|---|
জন্ম | তালপুকুর পাড় (পশ্চিম), কুমিল্লা |
জাতীয়তা | বাংলাদেশী |
পেশা | সঙ্গীত শিল্পী |
কার্যকাল | ১৯৬১–বর্তমান |
পিতা-মাতা | পণ্ডিত সুরেন্দ্র নারায়ণ দাশ এবং বেলা দাশ |
আত্মীয় | সুধীন দাশ (কাকা) |
পুরস্কার | জেলা শিল্পকলা পদক[1] ২০১৪ নজরুল সম্মাননা ২০১১[2] প্যাসিফিক ভিউয়ার্স চয়েস এ্যাওয়ার্ড ১৯৯২ |
পরিবার
অলকা দাশের পিতা পণ্ডিত সুরেন্দ্র নারায়ণ দাশ একজন শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী ছিলেন।[4][5][6] পিতার কাছেই ছোটবেলা শাস্ত্রীয় সংগীতে অলকা দাশের হাতেখড়ি। তার কাকা, সুধীন দাশের কাছে কিছুদিন তিনি নজরুলগীতি শিখেন।[7] তবে সংগীত শিক্ষার সিংহভাগই তিনি তার পিতার কাছ থেকে লাভ করেন। তার ছোট ভাই, মানস কুমার দাশ[8][9] সুব্রত দাশ, তাপস কুমার দাশ বাংলাদেশে প্রতিষ্ঠিত নজরুল সংগীত শিল্পী। তার ভাইপো দীপাঞ্জন দাশ নজরুল সংগীতের প্রতিশ্রুতিশীল শিল্পী।
প্রাথমিক ও কর্মজীবন
১৯৬৩ সালে বাংলাদেশ বেতারে উচ্চাংগ সংগীতের শিল্পী হিসেবে তালিকাভুক্তির মাধ্যমে অলকা দাশ তার কর্মজীবন শুরু করেন।[10] পরবর্তীতে, ১৯৬৭ সালে তিনি বাংলাদেশ টেলিভিশনে তালিকাভুক্ত হন। উভয় গণমাধ্যমে তিনি ধ্রুপদী সঙ্গীত এবং নজরুল সঙ্গীত-এর তালিকাভুক্ত তথা বর্তমানে অন্যতম সিনিয়র শিল্পী। পিতা গায়নাচার্য সুরেন্দ্র নারায়ণ দাশের জীবনাবসানের পর ১৯৮৬ সাল থেকে, তিনি সংগীত শিক্ষার্থী সম্মিলনের অধ্যক্ষের দায়িত্ব পালন করে চলেছেন,[4] যা বাংলাদেশের সব থেকে পুরনো সংগীত বিদ্যালয়সমূহের অন্যতম।[11] উক্ত সংগীত প্রতিষ্ঠাণটি গায়নাচার্য সুরেন্দ্র নারায়ণ দাশ ১৯৪২ সালে তালপুকুর পাড়, কুমিল্লায় প্রতিষ্ঠা করেন।
সাহিত্যিক কাজ
পুরষ্কার এবং সম্মাননা
তথ্যসূত্র
- "৫ গুণীজন পেলেন শিল্পকলা একাডেমি সম্মাননা - সারাদেশ বিনোদন - The Daily Ittefaq"।
- "'এ যেন নবীন-প্রবীণ নজরুল চর্চাকারীদের মিলন মেলা'"।
- "শচীন, হিমাংশুর শহর সুরহীন"। www.kalerkantho.com।
- "রবীন্দ্রনাথকে হৃদয়ে ধারণ ও নজরুল চেতনায় উজ্জীবিত হতে হবে"। comillarkagoj.com। ২০১৬-১১-০১। সংগ্রহের তারিখ ২০১৭-০৪-১৯।
- "সুধীন দাশ"। www.gunijan.org.bd। সংগ্রহের তারিখ ২০১৭-০৪-১৯।
- "বাংলাদেশ বেতার, হোম"। www.betarprogram.org। সংগ্রহের তারিখ ২০১৭-০৪-১৯।
- "Sudhin Das Preserving Nazrul's treasure troves" (ইংরেজি ভাষায়)। ডেইলি স্টার। ২১ মে ২০১৪।
- "The depth of Nazrul's lyrics attracts me..." (ইংরেজি ভাষায়)। ডেইলি স্টার। ৪ সেপ্টেম্বর ২০১৪।
- "বাংলাদেশ বেতার, হোম"। www.betarprogram.org।
- "কুমিল্লার সাথে নজরুলেরআত্মিক সম্পর্ক রয়েছে"। comillarkagoj.com। ২০১৬-১১-০১। সংগ্রহের তারিখ ২০১৭-০৪-১৯।
- https://www.rokomari.com/book/publisher/5190
- https://www.rokomari.com/book/125960
- "যেসব রেফারেন্স থেকে সাহায্য নেয়া (সঙ্গীতের বই ও সাইট) – Sufi Faruq Ibne Abubakar (সুফি ফারুক ইবনে আবুবকর)"। সুফি ফারুক ইবনে আবুবকর। ২০০০-০১-০১। সংগ্রহের তারিখ ২০১৭-০৪-১৯।
- "৫ গুণীজন পেলেন শিল্পকলা একাডেমি সম্মাননা"। দৈনিক ইত্তেফাক। সংগ্রহের তারিখ ২০১৭-০৪-১৯।
- "সম্মাননা প্রদান"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৭-০৪-১৯।
- chandpurweb.com। "সঙ্গীত নিয়ে সাধনা না থাকলে প্রকৃত শিল্পী হওয়া যাবে না"। chandpurweb.com।
- "weeklyamod-bd.com"। weeklyamod-bd.com।
- "'এ যেন নবীন-প্রবীণ নজরুল চর্চাকারীদের মিলন মেলা'"। দৈনিক সংগ্রাম। সংগ্রহের তারিখ ২০১৭-০৪-১৯।
- https://www.thedailystar.net/arts-entertainment/music/news/lakshyapars-10th-annual-classical-music-conference-1711393
- https://www.prothomalo.com/onnoalo/article/1582648/%E0%A6%B6%E0%A7%81%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A7-%E0%A6%B8%E0%A7%81%E0%A6%B0-%E0%A6%AE%E0%A6%A8-%E0%A6%B6%E0%A7%81%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A7-%E0%A6%95%E0%A6%B0%E0%A7%87