অর্ধেন্দুভূষণ বর্ধন
অর্ধেন্দুভূষণ বর্ধন (মারাঠি: अर्धेन्दु भूषण वर्धन; ২৫ সেপ্টেম্বর, ১৯২৪ - ২ জানুয়ারি, ২০১৬) হলেন ভারতের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল ভারতের কমিউনিস্ট পার্টির (সি পি আই) প্রাক্তন সাধারণ সম্পাদক। তিনি নাগপুরে জন্মগ্রহণ করেন এবং অনেকগুলো নির্বাচনে অংশ নিয়ে কেবল ১৯৫৭-তে মহারাষ্ট্র প্রাদেশিক পরিষদে স্বাধীনভাবে জেতেন। নাগপুর থেকে নির্বাচন করে তিনি ১৯৬৭ এবং ১৯৮০ সালের লোকসভা নির্বাচনে হারেন। ১৯৯০ সালের বছরগুলোতে তিনি দিল্লির রাজনীতিতে আসেন এবং পার্টির সাধারণ সম্পাদক হন; ১৯৯৬ সালে ইন্দ্রজিৎ গুপ্তের পরে তিনি সাধারণ সম্পাদক হিসাবে দ্বায়িত্ব পালন করেন।[1][2][3][4]
অর্ধেন্দুভূষণ বর্ধন
তথ্যসূত্র
- "'This Government Would Not Fall'"। Outlook। ১০ আগস্ট ২০০৪। ২০১১-০২-০৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১০-০১-২৭।
- Mukherjee, Arindam (২৬ জুন ১৯৯৬)। "We Will Fight Disinvestment"। Outlook। ২০১০-০২-০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১০-০১-২৭।
- "Bardhan wants to step down, CPI not enthusiastic"। Business Standard। ২৭ আগস্ট ২০০৭। সংগ্রহের তারিখ ২০১০-০১-২৭।
- "Lady luck fails to smile on CPI's Bardhan"। Indian Express। ৯ মে ২০০৯। সংগ্রহের তারিখ ২০১০-০১-২৭।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.