অরুণ ভাদুড়ি
পণ্ডিত অরুণ ভাদুড়ি প্রথীতযশা ভারতীয় হিন্দুস্তানী শাস্ত্রীয় গায়ক ,সুরকার ও গীতিকার।
বঙ্গবিভূষণ পুরস্কার প্রাপক অরুণ ভাদুড়ি | |
---|---|
জন্ম | ৭ অক্টোবর ১৯৪৩ ভগবানগোলা, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ |
মৃত্যু | ১৭ ডিসেম্বর ২০১৮ কলকাতা |
ধরন | বাংলা ক্লাসিকাল গান |
পেশা | নেপথ্য় গায়ক, সঙ্গীত পরিচালক |
জন্ম
১৯৪৩ সালের ৭ অক্টোবর মুর্শিদাবাদ জেলার ভগবানগোলায় জন্মগ্রহণ করেন।
সংগীত শিক্ষা
এ টি কানন-এর ছাত্র আবু দাউদের কাছে বহরমপুরে শিল্পীর সঙ্গীত শিক্ষার হাতেখড়ি। পরে তালিম নেন উস্তাদ শাগিরুদ্দিন খাঁ সাহেবের কাছে। পরবর্তীকালে সঙ্গীত রিসার্চ অ্যাকাডেমির রামপুর ঘরানার শিল্পী ইশতিয়াক হুসেন খাঁ-এর কাছে তালিম নেন। শিষ্যত্ব গ্রহণ করেছিলেন গুরু জ্ঞানপ্রকাশ ঘোষ-এরও। তিনি অসংখ্য রাগাশ্রয়ী বাংলা গান রেকর্ড করেছেন। করেছেন ভজন এবং রাগসঙ্গীতের অ্যালবামও। [1]
শিক্ষকতা
তিনি পশ্চিমবঙ্গ রাজ্য সঙ্গীত অ্যাকাডেমির শিক্ষক ছিলেন। তাকে ২০১৪ সালে বঙ্গবিভূষণ সম্মান প্রদান করা হয়।
দেহাবসান
২০১৮ সালের ১৭ই ডিসেম্বর দক্ষিণ কলকাতার এক বেসরকারি নার্সিংহোমে সকাল ৬টা ৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে কয়েকদিন ধরেই নার্সিংহোমে ভর্তি ছিলেন। কেওড়াতলা মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয়।