অরুণ ভাদুড়ি

পণ্ডিত অরুণ ভাদুড়ি প্রথীতযশা ভারতীয় হিন্দুস্তানী শাস্ত্রীয় গায়ক ,সুরকার ও গীতিকার।

বঙ্গবিভূষণ পুরস্কার প্রাপক
অরুণ ভাদুড়ি
জন্ম৭ অক্টোবর ১৯৪৩
ভগবানগোলা, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ
মৃত্যু১৭ ডিসেম্বর ২০১৮
কলকাতা
ধরনবাংলা ক্লাসিকাল গান
পেশানেপথ্য় গায়ক,
সঙ্গীত পরিচালক

জন্ম

১৯৪৩ সালের ৭ অক্টোবর মুর্শিদাবাদ জেলার ভগবানগোলায় জন্মগ্রহণ করেন।

সংগীত শিক্ষা

এ টি কানন-এর ছাত্র আবু দাউদের কাছে বহরমপুরে শিল্পীর সঙ্গীত শিক্ষার হাতেখড়ি। পরে তালিম নেন উস্তাদ শাগিরুদ্দিন খাঁ সাহেবের কাছে। পরবর্তীকালে সঙ্গীত রিসার্চ অ্যাকাডেমির রামপুর ঘরানার শিল্পী ইশতিয়াক হুসেন খাঁ-এর কাছে তালিম নেন। শিষ্যত্ব গ্রহণ করেছিলেন গুরু জ্ঞানপ্রকাশ ঘোষ-এরও। তিনি অসংখ্য রাগাশ্রয়ী বাংলা গান রেকর্ড করেছেন। করেছেন ভজন এবং রাগসঙ্গীতের অ্যালবামও। [1]

শিক্ষকতা

তিনি পশ্চিমবঙ্গ রাজ্য সঙ্গীত অ্যাকাডেমির শিক্ষক ছিলেন। তাকে ২০১৪ সালে বঙ্গবিভূষণ সম্মান প্রদান করা হয়।

দেহাবসান

২০১৮ সালের ১৭ই ডিসেম্বর দক্ষিণ কলকাতার এক বেসরকারি নার্সিংহোমে সকাল ৬টা ৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে কয়েকদিন ধরেই নার্সিংহোমে ভর্তি ছিলেন। কেওড়াতলা মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয়।

  1. "Arun Bhaduri"
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.