অভিষেক বন্দ্যোপাধ্যায়

অভিষেক বন্দ্যোপাধ্যায় (জন্ম ৭ নভেম্বর, ১৯৮৭) হলেন একজন ভারতীয় রাজনীতিবিদ। তিনি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে নির্বাচিত ১৬শ লোকসভার সদস্য। অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে ২০১৪ সালের সাধারণ নির্বাচনে উক্ত আসন থেকে নির্বাচিত হন। তিনি পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের যুব শাখা সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেসের জাতীয় সভাপতি।[1]

অভিষেক বন্দ্যোপাধ্যায়
উত্তর চব্বিশ পরগনা জেলায় যুব কনভেনশনে অভিষেক বন্দ্যোপাধ্যায়
লোকসভা সদস্য
ডায়মন্ড হারবার
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
২০১৪
পূর্বসূরীসোমেন্দ্রনাথ মিত্র
ব্যক্তিগত বিবরণ
জন্মকলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত
শিক্ষানব নালন্দা হাই স্কুল,
এম পি বিড়লা ফাউন্ডেশন হাই স্কুল,
আইআইপিএম, নতুন দিল্লি (বিবিএ ও এমবিএ)
জীবিকাসমাজকর্মী

ব্যক্তিগত জীবন ও কর্মজীবন

অভিষেক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভ্রাতুষ্পুত্র। তিনি এম. পি. বিড়লা ফাউন্ডেশন হায়ার সেকেন্ডারি স্কুলে পড়াশোনা করেন। নতুন দিল্লির ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্ট থেকে বিবিএ পাস করার পর তিনি উক্ত প্রতিষ্ঠান থেকেই এমবিএ করেন।[2]

তার স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় থাইল্যান্ডে জন্মেছেন। সে দেশেরই নাগরিক। তবে তার ভারতীয় বংশোদ্ভূত জনমানস কার্ড (পিআইও কার্ড) রয়েছে। [3]

রাজনৈতিক কর্মজীবন

২০১২ সালের জুলাই মাসে অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় তৃণমূল যুবার জাতীয় সভাপতি রূপে তার রাজনৈতিক কর্মজীবন শুরু করেন। [4] ২০১৪ সালের সাধারণ নির্বাচনে তিনি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র(যা মূলত দক্ষিণ হুগলীর পূর্ব তট অঞ্চল নিয়ে গঠিত) থেকে প্রতিদ্বন্দ্ব্বিতা করে ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)-র ড. আবুল হাসনতকে পরাজিত করেন। [5] তাকে ‘১৬শ লোকসভার শিশু’ বলা হয়। কারণ তিনি উক্ত লোকসভার কনিষ্ঠতম সদস্য।

২০১৪ সালের অক্টোবর মাসে তিনি সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেসের জাতীয় সভাপতি ঘোষিত হন।[1]

তাকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস-এর ভবিষ্যৎ রূপে অভিহিত করা হয়।

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "Mamata Banerjee sets stage for nephew Abhishek for bigger role in Trinamool Congress"
  2. "Elections India - Abhishek Banerjee Biography"
  3. |শিরোনাম= অনুপস্থিত বা খালি (সাহায্য)
  4. "Didi looking to stem rot with image makeover"। Hindustan Times। ২০১৩-০১-১৯। সংগ্রহের তারিখ ২০১৩-০৬-১২
  5. "TMC shines in West Bengal, bags 34 of 42 Lok Sabha seats"

টেমপ্লেট:Sixteenth Lok Sabha,West Bengal

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.