অনিল ঘড়াই

কথাশিল্পী অনিল ঘড়াই (১ নভেম্বর, ১৯৫৭- ২৩ নভেম্বর, ২০১৪) ছিলেন বাংলা ভাষার একজন সুখ্যাত সাহিত্যিক। বাংলা সাহিত্যে তার অবস্থান অনন্য। দলিত ও প্রান্তিক মানুষদের নিয়ে সাহিত্যচর্চার সুবাদে তাকে অন্ত্যজ জীবনের রূপকার বলা হয়ে থাকে।

অনিল ঘড়াই
থাম্ব
জন্ম১ নভেম্বর, ১৯৫৭
রুক্মিণীপুর, পূর্ব মেদিনীপুর
মৃত্যু২৩ নভেম্বর ২০১৪(2014-11-23) (বয়স ৫৭)
জাতীয়তাভারতীয়
যেখানের শিক্ষার্থীকৃষ্ণনগর কলেজ
পেশাসাহিত্যিক, তড়িৎ প্রকৌশলী
প্রতিষ্ঠানদক্ষিণ-পূর্ব রেল
পরিচিতির কারণঔপন্যাসিক, ছোটগল্পকার
উল্লেখযোগ্য কর্ম
জন্মদাগ, নুনবাড়ি, অনন্ত দ্রাঘিমা
পুরস্কারবঙ্কিম পুরস্কার (২০১০), সর্বভারতীয় সংস্কৃতি পুরস্কার (১৯৯৪)

প্রাথমিক জীবন

অনিল ঘড়াইয়ের জন্ম ১৯৫৭ সালের ১ নভেম্বর পূর্ব মেদিনীপুর জেলার রুক্মিণীপুর গ্রামে। পিতা অভিমন্যু ঘড়াই ও মাতা তিলোত্তমা ঘড়াই। অনিলের শৈশব, কৈশোর ও যৌবনের অনেকটা সময় কেটেছে নদিয়া জেলার কালিগঞ্জে।

কর্মজীবন

অনিল ঘড়াই পড়াশুনা করেছিলেন টেলি-কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে। কৃষ্ণনগর কলেজ থেকে তিনি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা করেন। মাত্র ২৭ বছর বয়সে ১৯৮৪ সালে তিনি চক্রধরপুরে রেলের ইঞ্জিনিয়ার পদে যোগদান করেন। ১৯৮৫ সালে তিনি খড়গপুর রেলবিভাগে বদলি হন। দক্ষিণ-পূর্ব রেলওয়েতে আধিকারিক হিসেবে চাকরি করতেন। চাকরিসূত্রে চক্রধরপুর ও পরে খড়গপুরে বসবাস করতেন।

সাহিত্যিক জীবন

২৫ বছর বয়সে প্রকাশিত প্রথম গল্পগ্রন্থ কাক এবং ৩২ বছর বয়সে প্রকাশিত প্রথম উপন্যাস নুনবাড়ি দিয়েই তার স্বতন্ত্র যাত্রা শুরু হয়। তার গল্প, উপন্যাস ও কবিতা মিলিয়ে গ্রন্থের সংখ্যা ৭০-৮০ - এর মতো।ঔপন্যাসিক ও গল্পকার পরিচয়ের আড়ালে তিনি ছিলেন আসলে অসাধারণ এক আত্মভোলা কবি। নদিয়া ও মেদিনীপুরের গ্রামীণ মানুষ ও তাদের কথ্যভাষা যেমন উঠে এসেছে তার রচনায়, তেমনি চক্রধরপুরে বসবাস করার সুবাদে সিংভূম অঞ্চলের কথ্যভাষাসহ সেখানকার মানুষের জীবনের ছবি পাওয়া যায় তার সাহিত্যে। ১৯৯০ সালে তার প্রথম ছোটগল্প প্রকাশ হয় দেশ (পত্রিকা)-তে।

প্রকাশিত গ্রন্থ

উপন্যাস

  • নুনবাড়ি (১৯৮৯)
  • বনবাসী (১৯৯০)
  • মুকুলের গন্ধ (১৯৯৩)
  • তরঙ্গলতা (১৯৯৩)
  • বোবাযুদ্ধ (১৯৯৩)
  • বক্ররেখা (১৯৯৪)
  • পবন (১৯৯৪)
  • কাননে কুসুমকলি (১৯৯৪)
  • ধর্মের কল (১৯৯৫)
  • মেঘ জীবনের তৃষ্ণা (১৯৯৬)
  • কালের পুতুল (১৯৯৬)
  • দৌড়বোগাড়ার উপাখ্যান (১৯৯৭)
  • খেলাঘর (১৯৯৮)
  • জন্মদাগ (১৯৯৯)
  • বিপরীত যুদ্ধের মহড়া (২০০০)
  • নীল দুঃখের ছবি (২০০১)
  • পাতা ওড়ার দিন (২০০২)
  • সামনে সাগর (২০০৩)
  • অনন্ত দ্রাঘিমা (২০০৯)

গল্পগ্রন্থ

  • কাক (১৯৮২)
  • পরীযান (১৯৮৫)
  • আগুন (১৯৮৭)
  • জ্ঞানবৃক্ষের ফল (১৯৮৮)
  • কটাশ (১৯৯০)
  • তিন ভুবনের গল্প (১৯৯০)
  • জার্মানের মা (১৯৯১)
  • ভারতবর্ষ (১৯৯২)
  • গর্ভ দাও (১৯৯৩)
  • কামকুঠিয়া (১৯৯৬)
  • আকাশ মাটির খেলা (১৯৯৭)
  • লু (১৯৯৭)
  • গোদানা (১৯৯৮)
  • স্বপ্নের খরাপাখি (১৯৯৮)
  • অক্ষরমালা (১৯৯৮)
  • শ্বেতপদ্ম (১৯৯৮)

পুরস্কার ও সম্মাননা

  • সর্বভারতীয় সংস্কৃতি পুরস্কার (১৯৯৪)
  • মাইকেল মধুসূদন স্মৃতি পুরস্কার (১৯৯৪)
  • তারাশঙ্কর স্মৃতি পুরস্কার (২০০১)
  • সোমেন চন্দ স্মৃতি পুরস্কার (২০০২)
  • বঙ্কিম পুরস্কার (২০১০)
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.