ওয়ানিদু হাসারাঙ্গা
পিন্নাদুয়াগে ওয়ানিদু হাসারাঙ্গা ডি সিলভা (জন্ম: ২৯ জুলাই, ১৯৯৭) গালে এলাকায় জন্মগ্রহণকারী প্রথিতযশা শ্রীলঙ্কান আন্তর্জাতিক ক্রিকেটার।[1] শ্রীলঙ্কা ক্রিকেট দলের অন্যতম সদস্য তিনি। ঘরোয়া ক্রিকেটে শ্রীলঙ্কা বন্দর কর্তৃপক্ষ দলের পক্ষে খেলে থাকেন রিচমন্ড কলেজের ছাত্র ওয়ানিদু হাসারাঙ্গা। দলে তিনি মূলতঃ লেগ-স্পিনার। তার জ্যেষ্ঠ ভ্রাতা চতুরঙ্গ ডি সিলভা জাতীয় দলে খেলছেন।[2]
ব্যক্তিগত তথ্য | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
পূর্ণ নাম | পিন্নাদুয়াগে ওয়ানিদু হাসারাঙ্গা ডি সিলভা | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
জন্ম | গালে, শ্রীলঙ্কা | ২৯ জুলাই ১৯৯৭||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ব্যাটিংয়ের ধরন | ডানহাতি | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
বোলিংয়ের ধরন | লেগ-ব্রেক | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ভূমিকা | বোলার | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
সম্পর্ক | চতুরঙ্গ ডি সিলভা (জ্যেষ্ঠ ভ্রাতা) | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
আন্তর্জাতিক তথ্য | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
জাতীয় পার্শ্ব |
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ওডিআই অভিষেক (ক্যাপ ১৮০) | ২ জুলাই ২০১৭ বনাম জিম্বাবুয়ে | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ঘরোয়া দলের তথ্য | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
বছর | দল | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
২০১৫ | শ্রীলঙ্কা বন্দর কর্তৃপক্ষ | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
উৎস: ক্রিকইনফো, ৫ জুলাই ২০১৭ |
প্রারম্ভিক জীবন
৩০ নভেম্বর, ২০১৫ তারিখে লিস্ট এ ক্রিকেটের আইয়া প্রিমিয়ার সীমিত ওভার প্রতিযোগিতায় অভিষেক ঘটে তার।[3]
ডিসেম্বর, ২০১৫ সালে আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে খেলার জন্য শ্রীলঙ্কা দলের সদস্য হিসেবে মনোনীত হন।[4] ঢাকায় অনুষ্ঠিত ২০১৬ সালে অনুষ্ঠিত একাদশ আসরটিতে তার দল চতুর্থ স্থান লাভ করেছিল।
২০১৫-১৬ মৌসুমে প্রিমিয়ার লীগ প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে তার প্রথম-শ্রেণীর ক্রিকেটে অভিষেক ঘটে। ২৬ ফেব্রুয়ারি, ২০১৬ তারিখে শ্রীলঙ্কা বন্দর কর্তৃপক্ষ ক্রিকেট ক্লাবের পক্ষে তার এ অভিষেক পর্বটি সম্পন্ন হয়।[5]
খেলোয়াড়ী জীবন
জুন, ২০১৭ সালে সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে ৫-খেলার একদিনের আন্তর্জাতিক সিরিজে খেলার জন্য তাকে অন্তর্ভূক্ত করা হয়।[6] সিরিজের দ্বিতীয় ওডিআইয়ে তার অভিষেক ঘটে।[7] ২ জুলাই, ২০১৭ তারিখে গালে আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত ঐ খেলায় তিনি জিম্বাবুয়ের ইনিংসে উপর্যুপরি তিন বলে শেষ তিন উইকেট নিয়ে হ্যাট্রিক লাভ করেন। এরফলে ওডিআইয়ের ইতিহাসের ৪২তম হ্যাট্রিক লাভকারীর মর্যাদা লাভসহ অভিষেকে সর্বকনিষ্ঠ বোলারের মর্যাদা লাভ করেন।[8] এছাড়াও, ওডিআইয়ের ইতিহাসে বাংলাদেশের তাইজুল ইসলাম ও দক্ষিণ আফ্রিকান কাগিসো রাবাদা’র পর তৃতীয় অভিষেক খেলোয়াড় হিসেবে হ্যাট্রিক করার গৌরব অর্জন করেন।[9] তিনি একে-একে ম্যালকম ওয়ালার, ডোনাল্ড তিরিপানো ও টেন্ডাই চাতারাকে বোল্ড করে এ সাফল্য পান। ঐ খেলায় তার দল খুব সহজেই ৭ উইকেটে জয়লাভ করে।
তথ্যসূত্র
- "Wanidu Hasaranga"। ESPN Cricinfo (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৩ ডিসেম্বর ২০১৫।
- "Chaturanga de Silva"। ESPN Cricinfo (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০১৭।
- "AIA Premier Limited Over Tournament, Group A: Sri Lanka Ports Authority Cricket Club v Tamil Union Cricket and Athletic Club at Colombo (CCC), Nov 30, 2015"। ESPN Cricinfo (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৩ ডিসেম্বর ২০১৫।
- "SL include Charana Nanayakkara in U-19 World Cup squad"। ESPNCricinfo (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৩ ডিসেম্বর ২০১৫।
- "AIA Premier League Tournament, Plate Championship: Sri Lanka Ports Authority Cricket Club v Bloomfield Cricket and Athletic Club at Panagoda, Feb 26-28, 2016"। ESPN Cricinfo (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ ডিসেম্বর ২০১৬।
- "Chandimal left out for first two Zimbabwe ODIs"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২৭ জুন ২০১৭।
- "Zimbabwe tour of Sri Lanka, 2nd ODI: Sri Lanka v Zimbabwe at Galle, Jul 2, 2017"। ESPN Cricinfo (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০১৭।
- "Sri Lanka vs Zimbabwe, 2nd ODI: Wanidu Hasaranga becomes youngest player to take hat-trick on debut" (ইংরেজি ভাষায়)। Indian Express। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০১৭।
- "Hasaranga hat-trick, Sandakan four; Zimbabwe 155" (ইংরেজি ভাষায়)। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০১৭।
আরও দেখুন
বহিঃসংযোগ
- ইএসপিএনক্রিকইনফোতে ওয়ানিদু হাসারাঙ্গা
(ইংরেজি)
- ক্রিকেটআর্কাইভে ওয়ানিদু হাসারাঙ্গা
(সদস্যতা প্রয়োজনীয়) (ইংরেজি)