বিশ্ব হিন্দু পরিষদ

বিশ্ব হিন্দু পরিষদ ভারতের একটি হিন্দুত্ববাদী সামাজিক সংগঠন । এটি এর ইংরেজি নামের আদ্যাক্ষর VHP দিয়েই বেশি পরিচিত। এটি ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হয়। [3]

বিশ্ব হিন্দু পরিষদ
সংক্ষেপেবিহিপ/VHP
নীতিবাক্যধর্মে রক্ষতি রক্ষিতঃ
গঠিত২৯ আগস্ট ১৯৬৪ (1964-08-29)
প্রতিষ্ঠাতাএস.এস আপ্টে
স্বামী চিন্ময়ানন্দ
ধরণডানপন্থী হিন্দু রাষ্ট্রবাদী সংগঠন
উদ্দেশ্যহিন্দু রাষ্ট্রবাদী সমর্থন
সদরদপ্তরনতুন দিল্লী, দিল্লী, ভারত
স্থানাঙ্ক২৮.৩৩° উত্তর ৭৭.১০° পূর্ব / 28.33; 77.10
যে অঞ্চলে কাজ করে
ভারত
সদস্যপদ
৬.৮ মিলিওন [1]
দাপ্তরিক ভাষা
হিন্দি
অধ্যক্ষ
রাঘব রেড্ডি[2]
সহায়করাবজরাং দল (যুব দল)
দুর্গা বাহিনী (নারী দল)
অনুমোদনসঙ্ঘ পরিবার
ওয়েবসাইটvhp.org

দলটি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ দলের শাখা হিসাবে যাত্রা শুরু করে। এটি হিন্দুত্ববাদী দলসমূহের মাতৃসংগঠন সংঘ পরিবার এর অন্তর্গত। দলটির স্লোগান হলো "ধর্ম রক্ষতি রক্ষিতঃ" (धर्मो रक्षति रक्षितः), তথা ধর্মকে সুরক্ষা করলে ধর্ম বাঁচায়। এই দলের প্রতীক হলো বট গাছ।

মূল মতাদর্শ

বিশ্ব হিন্দু পরিষদের মূল মতাদর্শ হলো -

  1. হিন্দু সমাজে একতা আনা ও সমাজকে শক্তিশালী করে তোলা
  2. জীবন, নীতি, এবং আধ্যাত্মিক বিষয়ে হিন্দু মূল্যবোধগুলোকে সুরক্ষা করা এবং সর্বত্র এই মূল্যবোধ ছড়িয়ে দেয়া।
  3. বিদেশে বসবাসরত সব হিন্দুদের সাথে যোগাযোগ রাখা, এবং তাদের হিন্দু পরিচয়, মূল্যবোধ ও হিন্দুত্বের ধারণাকে টিকিয়ে রাখতে সাহায্য করা।

বিস্তারিত দেখুন

তথ্যসূত্র

  1. "Raghava Reddy takes over as VHP international chief"Andhra Wishesh। ২০ ডিসে ২০১১। সংগ্রহের তারিখ ২৪ আগস্ট ২০১৪
  2. Kurien, Prema (২০০১)। "Religion, ethnicity and politics: Hindu and Muslim Indian immigrants in the United States"। Ethnic and Racial Studies24 (2): 268।

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.