ভাসুল রাজা এমবিবিএস

ভাসুল রাজা এমবিবিএস হচ্ছে ২০০৪ সালের একটি তামিল চলচ্চিত্র যেটি স্মরণ পরিচালনা করেছিলেন, এটি ছিলো সঞ্জয় দত্ত অভিনীত হিন্দি চলচ্চিত্র মুন্নাভাই এমবিবিএস (২০০৩) এর পুনঃনির্মাণ। তামিল চলচ্চিত্র শিল্পের খ্যাতিমান অভিনেতা কমল হাসন সঞ্জয় দত্তের করা মুন্না ভাইয়ের পুনঃনির্মিত চরিত্র রাজরাম ভেঙ্কটরাম ওরফে ভাসুল রাজা চরিত্রে অভিনয় করেছিলেন। প্রকৃত চলচ্চিত্রটির কাহিনীকার রাজকুমার হিরানী এই তামিল চলচ্চিত্রটিরও কাহিনী লিখেছিলেন। হিন্দি চলচ্চিত্রটির আরশাদ ওয়ার্সীর চরিত্র এখানে প্রভু করেছিলেন, গ্রেসী সিং এর চরিত্রে ছিলেন স্নেহা, বোমান ইরানীর চরিত্রে প্রকাশ রাজ এবং সুনীল দত্তর চরিত্রে ছিলেন নাগেশ[1][2]

ভাসুল রাজা এমবিবিএস
পরিচালকস্মরণ
প্রযোজকজেমিনি ফিল্ম সার্কেট
রচয়িতাক্রেজি মোহন (সংলাপ)
চিত্রনাট্যকাররাজকুমার হিরানী,
বিধু বিনোদ চোপড়া
কাহিনীকাররাজকুমার হিরানী
শ্রেষ্ঠাংশেকমল হাসন
প্রভু
স্নেহা
প্রকাশ রাজ
নাগেশ
সুরকারভরদ্বাজ
চিত্রগ্রাহকএ ভেঙ্কটেশ
সম্পাদকসুরেশ উরস
প্রযোজনা
কোম্পানি
জেমিনি ফিল্ম সার্কিট
পরিবেশকরাজ কমল ফিল্মস ইন্টারন্যাশনাল
মুক্তি১২ আগস্ট ২০০৪
দৈর্ঘ্য১৬০ মিনিট
দেশভারত
ভাষাতামিল

সিমরানকে প্রথমে গ্রেসী সিং এর চরিত্রে নেবার কথা ভাবা হলেও পরে স্নেহাকে নেয়া হয় আর সুনীল দত্তর চরিত্রে কৈলাস বলচন্দকে অভিনয়ের প্রস্তাব দিলে উনি রাজী হননি, এরপর গিরিশ কারনাডকে বললে তিনিও মানা করেন, তারপর নাগেশের কাছে যাওয়া হয় এবং তিনি রাজী হন।[3] জিমি শেরগিলএর চরিত্রে প্রথমে ধনুশ অভিনয় করতে চাইলেও পরে বাদ দেন এবং মালয়লাম অভিনেতা জয়সূর্য আসেন তার জায়গায়।[4]

অভিনয়

তথ্যসূত্র

  1. "Munnabhai MBBS in Tamil — Tamil Movie News"। IndiaGlitz। ২০ এপ্রিল ২০০৪। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১২
  2. "Kamal in remake of 'Munnabhai MBBS' – Tamil Movie News"। IndiaGlitz। ২৯ মে ২০০৯। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১২
  3. Reel Talk – Khushboo signs up Arjun. Web.archive.org. Retrieved on 12 March 2016.
  4. https://www.indiaglitz.com/dhanush-to-act-in-kamals-film-tamil-news-9280

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.