থাইল্যান্ড জাতীয় মহিলা ক্রিকেট দল

থাইল্যান্ড জাতীয় মহিলা ক্রিকেট দল থাইল্যান্ডের পক্ষে মহিলাদের আন্তর্জাতিকে প্রতিনিধিত্বকারী ক্রিকেট দল। থাইল্যান্ড ক্রিকেট সংস্থা কর্তৃক দলটি পরিচালিত হয়। দলের বর্তমান অধিনায়ক হিসেবে রয়েছেন সোর্নারিন তিপ্পোচ ও কোচের দায়িত্বে রয়েছেন জনক গামাগে

থাইল্যান্ড
ডাকনাম
আইসিসি সদস্যপদ অনুমোদন১৯৯৫
সংস্থাথাইল্যান্ড ক্রিকেট সংস্থা
আইসিসি সদস্য মর্যাদা অনুমোদনপ্রাপ্ত
অঞ্চলএশিয়া
অধিনায়কসোর্নারিন তিপ্পোচ
কোচজনক গামাগে
১ম আনুষ্ঠানিক খেলা থাইল্যান্ডবাংলাদেশ 
(ব্যাংকক; ৬ জুলাই, ২০০৭)
মহিলা বিশ্ব টুয়েন্টি২০ বাছাইপর্ব
অংশগ্রহণ ২ (১ম অংশগ্রহণ ২০১৩)
সেরা ফলাফল ৫ম (২০১৩)
৬ ডিসেম্বর, ২০১৫ অনুযায়ী

ইতিহাস

জুলাই, ২০০৭ সালে মালয়েশিয়ায় অনুষ্ঠিত এসিসি মহিলাদের প্রতিযোগিতায় দলটি অংশগ্রহণ করে। ৬ জুলাই, ২০০৭ তারিখে বাংলাদেশের বিপক্ষে তাদের অভিষেক ঘটে। তবে দুই খেলার প্রত্যেকটিতেই বাংলাদেশের কাছে হেরে যায় তারা।[1] হংকং, মালয়েশিয়া ও নেপালের ন্যায় তারাও প্রথম রাউন্ড থেকেই বিদায় নেয়।

এশিয়ান ক্রিকেট কাউন্সিল কর্তৃক আয়োজিত প্রতিযোগিতার বাইরে ২০১৩ সালের বিশ্ব টুয়েন্টি২০ বাছাইপর্বে খেলে যাতে তারা আট দলের মধ্যে পঞ্চম স্থান দখল করে। তবে, ২০১৫ সালের প্রতিযোগিতায় স্বাগতিক হিসেবে তারা কেবলমাত্র নেদারল্যান্ডের বিপক্ষে স্বান্তনাসূচক খেলায় জয় পেয়ে সপ্তম হয়।

ফেব্রুয়ারি, ২০১৭ সালে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত বিশ্বকাপের বাছাইপর্বে ভারতের বিপক্ষে থাইল্যান্ড মুখোমুখি হয়। এটিই তাদের প্রথম ৫০-ওভারের খেলা ছিল।[2] খেলায় তারা ৯ উইকেটে পরাজিত হয়।[3]

দলীয় সদস্য

ফেব্রুয়ারি, ২০১৭ সালে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত ২০১৭ সালের মহিলা ক্রিকেট বিশ্বকাপ বাছাইপর্বে অংশগ্রহণের লক্ষ্যে ঘোষিত থাইল্যান্ড মহিলা দলের সদস্যদের তালিকা নিম্নরূপ:[4]

মে, ২০১৬ সালে শ্রীলঙ্কার সাবেক ফাস্ট বোলার জনক গামাগেকে দলের প্রধান কোচ হিসেবে নিযুক্ত করা হয়।[5]

প্রতিযোগিতায় অংশগ্রহণের ইতিহাস

এশিয়ান গেমস

তথ্যসূত্র

  1. Thailand lose warm-ups by Andrew Nixon, 8 July 2007 at CricketEurope
  2. "India favourites in lopsided tournament"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০১৭
  3. "ICC Women's World Cup Qualifier, 6th Match, Group A: India Women v Thailand Women at Colombo (CCC), Feb 8, 2017"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০১৭
  4. "Thailand Women Women Squad: Players"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ১৯ ফেব্রুয়ারি ২০১৭
  5. Janak Gamage quits as Bangladesh Women coach
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.