সোফিয়া গার্ডেন্স

সোফিয়া গার্ডেনস (ইংরেজি: Sophia Gardens) ওয়েলসের রাজধানী কার্ডিফের টাফ নদীর পশ্চিম তীরে ও কার্ডিফ আর্মস পার্কের ১.৬ কিলোমিটার উত্তরে প্রতিষ্ঠিত একটি ক্রিকেট স্টেডিয়াম। নামস্বত্ত্বের কারণে বর্তমানে এ স্টেডিয়ামটি সলেক স্টেডিয়াম নামে পরিচিতি পাচ্ছে।

সলেক স্টেডিয়াম
সোফিয়া গার্ডেনস
দ্য রীয়্যালি ওয়েলস প্যাভিলিয়ন
স্টেডিয়ামের তথ্যাবলী
অবস্থানকার্ডিফ, ওয়েল্‌স্‌
ধারন ক্ষমতা১৫,৬৪৩[1]
স্বত্ত্বাধিকারীকার্ডিফ সিটি কাউন্সিল
স্থপতিএইচএলএন আর্কিটেক্টস[2]
প্রান্ত
রিভার টাফ এন্ড
ক্যাথেড্রাল রোড এন্ড
আন্তর্জাতিক তথ্যাবলী
শেষ টেস্ট২৬-৩০ মে ২০১১: ইংল্যান্ড বনাম শ্রীলঙ্কা
প্রথম ওডিআই২০ মে ১৯৯৯: অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড
শেষ ওডিআই২৪ জুন ২০১০: ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া
ঘরোয়া দলের তথ্য
গ্ল্যামারগ্যান (১৯৬৭-বর্তমান)
১ জুন ২০১১ অনুযায়ী
উৎস: ক্রিকেট আর্কাইভ

২০১৩ সালের জুন মাসের অনুষ্ঠিতব্য আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে লন্ডনের ওভাল, বার্মিংহ্যামের এজবাস্টন ক্রিকেট গ্রাউন্ডের পাশাপাশি এখানেও সেমি-ফাইনালসহ ৫টি খেলা হবে।

ইতিহাস

লেডি সোফিয়া রডন-হ্যাস্টিংসের নামানুসারে সোফিয়া গার্ডেনসের নামকরণ করা হয়েছিল। ঊনবিংশ শতকের শেষার্ধ্বে লেডি সোফিয়া ক্রমবর্ধমান নগরের বিনোদনের লক্ষ্যে উন্মুক্ত স্থান বরাদ্দের চিন্তা-ভাবনা করেন ও তার স্বামী এর উন্নয়নে যথেষ্ট সহায়তা করেন। বর্তমানে এলাকাটি কার্ডিফ সিটি কাউন্সিলের নিয়ন্ত্রণে রয়েছে।

কার্ডিফ আর্মস পার্ক থেকে স্থানান্তরিত হয়ে ২৪ মে, ১৯৬৭ তারিখে গ্ল্যামারগ্যান তাদের প্রথম-শ্রেণীর ক্রিকেট খেলা আয়োজনে লক্ষ্যে সলেক স্টেডিয়ামকে নিজ মাঠ হিসেবে ব্যবহার করছে।[3] ১৯৯৫ সালে ১২৫ বছর মেয়াদী চুক্তি সম্পন্ন হয়। পূর্বে কার্ডিফ করিন্থিয়ান্স ফুটবল ক্লাব এ মাঠে ফুটবল খেলার আয়োজন করতো। ২০০৭ সালে গ্ল্যামারগ্যানের ক্রিকেটার মাইক পাওয়েলের আবেদনের প্রেক্ষিতে কর্তৃপক্ষ তার শবদেহ সমাহিত করার ইচ্ছা মঞ্জুর করে।[4]

তথ্যসূত্র

  1. "Glamorgan secure England matches"BBC Sport। BBC। ৩০ জুলাই ২০০৯। সংগ্রহের তারিখ ৩১ জুলাই ২০০৯
  2. "The Ashes – a Cardiff Success" (PDF)। HLN Architects। সংগ্রহের তারিখ ২৫ মে ২০১০
  3. Pavilion Plaque, Sophia Gardens
  4. Powell buries his rib at Sophia Gardens

আরও দেখুন

বহিঃসংযোগ

উইকিমিডিয়া কমন্সে সোফিয়া গার্ডেন্স সম্পর্কিত মিডিয়া দেখুন

টেমপ্লেট:Landmarks and Visitor Attractions in Cardiff

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.