২০১৫ স্কটল্যান্ড ক্রিকেট দলের আয়ারল্যান্ড সফর

স্কটল্যান্ড ক্রিকেট দল পূর্ব-নির্ধারিত সময়সূচী মোতাবেক ১৮ থেকে ২১ জুন, ২০১৫ তারিখ পর্যন্ত আয়ারল্যান্ড সফর করে। সফরে দলটি আয়ারল্যান্ড ক্রিকেট দলের বিপক্ষে টুয়েন্টি২০ আন্তর্জাতিকের সিরিজে চারটি খেলায় অংশগ্রহণ করে।[1] স্কটল্যান্ড ২-০ ব্যবধানে সিরিজ জয় করে। বাদ-বাকী দুই খেলা বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষিত হয়। প্রকৃতপক্ষে তিন খেলার সিরিজ হিসেবে পরিকল্পনা নেয়া হলেও দ্বিতীয় খেলাটি কোন বল মাঠে গড়ানো বাদেই পরিত্যক্ত হওয়ায় অতিরিক্ত খেলার সিদ্ধান্ত নেয়া হয়।[2]

২০১৫ স্কটল্যান্ড ক্রিকেট দলের আয়ারল্যান্ড সফর
আয়ারল্যান্ড
স্কটল্যান্ড
তারিখ ১৮ জুন ২০১৫ – ২১ জুন ২০১৫
অধিনায়ক কেভিন ও’ব্রায়ান প্রিস্টন মমসেন
টুয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৪-ম্যাচের সিরিজ স্কটল্যান্ড ২–০ এ জয়ী হয়
সর্বাধিক রান কেভিন ও’ব্রায়ান (৬৬) ম্যাথু ক্রস (১০৮)
সর্বাধিক উইকেট টাইরন কেন (৪) সাফিয়ান শরীফ (৪)
সিরিজ সেরা ম্যাথু ক্রস (স্কটল্যান্ড)

এ সফরটি পরবর্তী মাসে আয়ারল্যান্ডে অনুষ্ঠিতব্য ২০১৫ সালের আইসিসি বিশ্ব টুয়েন্টি২০ বাছাইপর্বের প্রস্তুতিমূলক খেলার অংশ হিসেবে অনুষ্ঠিত হয়।

দলীয় সদস্য

 আয়ারল্যান্ড[1]  স্কটল্যান্ড[3]

১৬ জুন আয়ারল্যান্ডের পল স্টার্লিং ও জন মুনিকে দলের বাইরে রাখা হয়। কাউন্টি ক্রিকেটে মিডলসেক্সের প্রয়োজনে স্টার্লিং ও পারিবারিক কারণে মুনি দল থেকে নাম প্রত্যাহার করেন। তাদের পরিবর্তে ডেভিড র‌্যাঙ্কিন ও জন অ্যান্ডারসনকে অন্তর্ভুক্ত করা হয়।[4]

টি২০আই সিরিজ

১ম টি২০আই

১৮ জুন, ২০১৫
১৭:৩০ (দিন/রাত)
স্কোরকার্ড
আয়ারল্যান্ড 
১৪৬/৫ (২০ ওভার)
 স্কটল্যান্ড
১৫০/৪ (১৬.১ ওভার)
ডেভিড র‌্যাঙ্কিন ৩৪ (৩৭)
মাইকেল লিস্ক ২/২৩ (৪ ওভার)
ম্যাথু ক্রস ৬০ (৩৩)
টায়রন কেন ৩/২৭ (৩.১ ওভার)
স্কটল্যান্ড ৬ উইকেটে বিজয়ী
ব্রিডি ক্রিকেট ক্লাব গ্রাউন্ড, মাঘেরামাসন
আম্পায়ার: মার্ক হথর্ন (আয়ারল্যান্ড) ও নাইজেল লং (ইংল্যান্ড)

২য় টি২০আই

১৯ জুন, ২০১৫
১৭:৩০ (দিন/রাত)
স্কোরকার্ড
ফলাফল হয়নি
ব্রিডি ক্রিকেট ক্লাব গ্রাউন্ড, মাঘেরামাসন
আম্পায়ার: মার্ক হথর্ন (আয়ারল্যান্ড) ও নাইজেল লং (ইংল্যান্ড)
  • স্কটল্যান্ড টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে খেলা হয়নি।
  • আয়ারল্যান্ডের পক্ষে অ্যান্ড্রু বালবির্নি এবং স্কটল্যান্ডের পক্ষে কন ডি ল্যাঞ্জগেভিন মেইনের টি২০আই অভিষেক ঘটে।

৩য় টি২০আই

২০ জুন, ২০১৫
১৫:৩০
স্কোরকার্ড
আয়ারল্যান্ড 
১৬৬/৬ (২০ ওভার)
 স্কটল্যান্ড
১৬৭/৪ (১৮.১ ওভার)
ম্যাথু ক্রস ৪৮ (৩০)
জর্জ ডকরেল ৩/২১ (৪ ওভার)
স্কটল্যান্ড ৬ উইকেটে বিজয়ী
ব্রিডি ক্রিকেট ক্লাব গ্রাউন্ড, মাঘেরামাসন
আম্পায়ার: মার্ক হথর্ন (আয়ারল্যান্ড) ও নাইজেল লং (ইংল্যান্ড)
  • স্কটল্যান্ড টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।

৪র্থ টি২০আই

২১ জুন ২০১৫
১৪:০০
স্কোরকার্ড
ফলাফল হয়নি
ব্রিডি ক্রিকেট ক্লাব গ্রাউন্ড, মাগেরামাসন
আম্পায়ার: মার্ক হথর্ন (আয়ারল্যান্ড) ও নাইজেল লং (ইংল্যান্ড)
  • আয়ারল্যান্ড টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে খেলা হয়নি।

তথ্যসূত্র

  1. "Tyrone Kane given first Ireland call-up for World T20 qualifiers"BBC Sport। সংগ্রহের তারিখ ১ জুন ২০১৫
  2. "Extra game scheduled after washout"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২০ জুন ২০১৫
  3. "Coetzer upset at Scotland omission"ESPNCricinfo। সংগ্রহের তারিখ ৮ জুন ২০১৫
  4. "Ireland call up David Rankin for T20 opener against Scotland"BBC Sport। সংগ্রহের তারিখ ১৬ জুন ২০১৫

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.