পল ক্রুগম্যান
পল রবিন ক্রুগম্যান (ইংরেজি: Paul Robin Krugman) (জন্ম ২৮শে ফেব্রুয়ারি, ১৯৫৩) একজন মার্কিন অর্থনীতিবিদ। তিনি বর্তমানে প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের অর্থশাস্ত্র ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের একজন অধ্যাপক। তিনি অর্থনীতির ওপর প্রচুর বইয়ের লেখক ও ২০০০ সাল থেকে দ্য নিউ ইয়র্ক টাইম্স পত্রিকাতে নিয়মিত কলাম লেখক।
পল রবিন ক্রুগম্যান | |
---|---|
![]() Krugman at a press conference at the Swedish Academy of Sciences in Stockholm, 2008 | |
জন্ম | [1] আলবেনি, নিউ ইয়র্ক[1] | ফেব্রুয়ারি ২৮, ১৯৫৩
জাতীয়তা | মার্কিন[1] |
প্রতিষ্ঠান | প্রিন্সটন বিশ্ববিদ্যালয়, লন্ডন স্কুল ইকোনমিক্স |
কাজের ক্ষেত্র | International economics, Macroeconomics |
বিদ্যালয় | New Keynesian economics |
শিক্ষায়তন | ম্যাসাচুসেট্স ইনস্টিটিউট অফ টেকনোলজি, ইয়েল বিশ্ববিদ্যালয়[1] |
যাদের বিরোধীতা করেছেন | Freshwater economics |
যাদের দ্বারা প্রভাবিত হয়েছেন | Avinash Dixit, Rudi Dornbusch, John Hicks, John Maynard Keynes, পল স্যামুয়েলসন, জোসেফ স্টিগ্লিট্স |
অবদানসমূহ | International Trade Theory New Trade Theory New Economic Geography |
পুরস্কার | John Bates Clark Medal (1991)[1] Príncipe de Asturias Prize (2004) অর্থনীতিতে নোবেল পুরস্কার (২০০৮)[1] |
Information at IDEAS / RePEc |
তার লেখা International Economics: Theory and Policy (বর্তমানে বইটির সপ্তম সংস্করণ চলছে) আন্তর্জাতিক অর্থনীতির ওপর লেখা একটি প্রামাণ্য পাঠ্যপুস্তক। ১৯৯১ সালে অ্যামেরিকান একোনমিক অ্যাসোসিয়েশন তাকে জন বেট্স ক্লার্ক মেডেল প্রদান করে। ক্রুগম্যানকে একজন নব্য-কেইন্সীয় অর্থনীতিবিদ মনে করা হয়।
ক্রুগম্যান ২০০-রও বেশি প্রবন্ধ ও বিশটির মত বই রচনা করেছেন — এদের মধ্যে কিছু অ্যাকাডেমীয়, কিছু সাধারণ জনগণের জন্য লেখা।
- "Paul Krugman", Encyclopædia Britannica, Encyclopædia Britannica Inc., জানু ২০, ২০১৩
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.